দেশের খবর
Jet Crash: রাজস্থানে বিমান দুর্ঘটনা! মৃত ২ পাইলট

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রায় ১ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসাবশেষ। সেখানেই ভেঙে পড়েছে বায়ুসেনার মিগ-২১ বিমান, মৃত ২ পাইলট। বায়ুসেনার তরফ থেকে টুইট করে এই কথা নিশ্চিত করা হয়েছে। কোর্ট অফ এনকোয়ারি বসানো হয়েছে ঘটনার তদন্তের জন্য।
স্থানীয় জেলাশাসক জানিয়েছেন, ‘ভিমরার বাইতুতে একটি মিগ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে।’ বায়ুসেনা এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিমান বাহিনীর একটি টুইন সিটার মিগ-২১ ট্রেনি বিমান রাজস্থানের উতারলাই বিমান ঘাঁটি থেকে প্রশিক্ষণের জন্য উড়ছিল। রাত ৯টা ১০ নাগাদ বিমানটি বারমেরের কাছে দুর্ঘটনার সম্মুখীন হয়। মারাত্মক আহত হয়ে উভয় পাইলটেরই মৃত্যু হয়। এই প্রাণহানির জন্য বায়ুসেনা গভীরভাবে অনুতপ্ত এবং শোকাহত পরিবারের পাশে রয়েছি আমরা।’
উল্লেখ্য, রাজস্থানের বাড়মেঢ়ের ভিমরা গ্রামে এই ঘটনা ঘটে। ওই মিগ বিমান রাতের আকাশে বিশেষ ট্রেনিং এ চলছিল। ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় রাজস্থান প্রশাসনের কর্তারা। বিবৃতিতে জানানো হয়েছে যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর সঙ্গে কথা বলেছেন।
At 9:10 pm this evening, an IAF MiG 21 trainer aircraft met with an accident in the western sector during a training sortie.
Both pilots sustained fatal injuries.— Indian Air Force (@IAF_MCC) July 28, 2022