আলিয়া-রণবীরের বিয়ে, খুব শীঘ্রই প্রকাশিত হবে WeddinGlimpses
Connect with us

বিনোদন

আলিয়া-রণবীরের বিয়ে, খুব শীঘ্রই প্রকাশিত হবে WeddinGlimpses

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। সামনের সপ্তাহেই চারহাত এক হতে চলেছে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা Ranbir kapoor এবং অভিনেত্রী Alia Bhatt-এর। বহু প্রতীক্ষিত এই বিয়ে নেই কৌতূহলের অন্ত নেই ভক্ত-অনুরাগীদের মধ্যে। বিয়ে নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

যদিও এখনও পর্যন্ত জানা গিয়েছে আগামী সপ্তাহেই ১৩-১৭ এপ্রিলের মধ্যেই বিয়ের অনুষ্ঠান সারবেন রণবীর-আলিয়া। কোন মতে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন সেই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা না গেলেও গোপন সূত্রে জানা গিয়েছে, ঋষি কাপুর-নীতু কাপুরের মতোন পাঞ্জাবী মতেই বিয়ে সারতে পারেন তাঁরা। এরজন্য মুম্বইয়ের কাছেই একটি গুরুদ্বারে লঙ্গরও নিবেদন করার কথা রয়েছে তাঁদের।

এদিকে, বিয়ের ভেন্যু ঠিক হয়ে গেলেও মেনু জানতে পারা যায়নি এখনও। তবে হাইপ্রোফাইল এই বিয়েতে অন্যদের মতো মণীশ মালহোত্রার ডিজাইন করা পোষাকই পরবেন নবদম্পতি। এছাড়াও বিয়ের গেট থেকে শুরু করে গোটা বাঙ্কোয়েট কীভাবে সাজানো হবে তা নিয়ে ‘অরেলিয়া সোশ্যাল মিডিয়ায় রহস্যময় একটি পোস্ট শেয়ার করেছেন। পোস্টগুলি কীভাবে বিয়ে হবে তার একটি ইঙ্গিত হতে পারে। অথবা একটি নতুন বিবাহের প্রচারাভিযানের রেফারেন্স হতে পারে। যেখানে আলিয়া ভাট রয়েছে, যিনি আগে এনসেম্বল ব্র্যান্ডের জন্য মডেলিং করেছেন। একটি পোস্টের ক্যাপশনে লেখা, “এখনই চিরকাল শুরু হয়। তারিখটি সংরক্ষণ করুন।” অন্য একটি ক্যাপশনে লেখা রয়েছে “তারিখ সংরক্ষণের জন্য একটি নিখুঁত তারিখ থেকে, আলিয়া ভাট দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। বিয়েতে যা হয় তা জানতে থাকুন। শীঘ্রই আমাদের #WeddinGlimpses প্রকাশ করা হচ্ছে।”

Advertisement

আরও পড়ুন: ঋষি-নীতুর দেখানো পথেই পাঞ্জাবী সাজে বিয়ে করতে চলেছেন রণবীর আলিয়া

এছাড়াও বৃহস্পতিবার ওই ইন্সটা পোস্টে আরও লেখা হয়েছিল, ”আমরা তো রেডি। আপনি তৈরি তো? paparazzi-এর বড় দিনের জন্য। সেখানে হ্যাসট্যাগ দিয়ে লেখা হয় #WeddingGlimpses with Alia Bhatt,”।

আরও পড়ুন: গত তিন বছরে রাজ্যের সমস্ত হলে কত বাংলা ছবি চলেছে, রিপোর্ট চাইল সরকার

Advertisement

প্রসঙ্গত, সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকারে বলি তারকা Ranbir Kapoor জানিয়েছিলেন, এই পুরো বিয়ের পরিকল্পনাটি আলিয়ার তৈরি। তাঁদের বিয়ের অনুষ্ঠান শুরু হচ্ছে ১৩ এপ্রিল থেকে। তবে এর থেকে বেশি আর কিছু বলতে চাননি রণবীর। এদিকে আলিয়া-রণবীরের সম্পর্ক গড়ে ওঠে Ayan Mukerji’-এর ‘Brahmastra’ ছবির সেট থেকে। তারপর জল অনেকদূর গড়িয়েছে। অবশেষে দীর্ঘদিনের বান্ধবীকে স্ত্রীর স্বীকৃতি দিতে চলেছেন রণবীর।