রক্ত দিতে রাজি, বাংলা ভাগ করতে দেব না, আলিপুরদুয়ার থেকে পাল্টা হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Connect with us

বাংলার খবর

রক্ত দিতে রাজি, বাংলা ভাগ করতে দেব না, আলিপুরদুয়ার থেকে পাল্টা হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আলিপুরদুয়ারের মাটি থেকেই কামতাপুর লিবারেশন (KLO) এর প্রধান জীবন সিংকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনদিনের উত্তরবঙ্গ সফরে সোমবারই আলিপুরদুয়ার পৌঁছেছেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার দলের কর্মী সভার মঞ্চ থেকেই কেএলও-দের পৃথক কোচবিহার রাজ্যের দাবির বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য ভাগ নিয়ে এ দিন বিজেপি-কেও আক্রমণ করতে ছাড়েননি তৃণমূল নেত্রী।

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগেই কেএলও প্রধান জীবন সিং একটি ভিডিও বার্তায়, মুখ্যমন্ত্রীকে রীতিমতো হুমকি দিয়েছিলেন। সেই ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছিলেন, ‘ভারতভুক্তি চুক্তি অনুযায়ী কোচবিহার গ শ্রেণীর রাজ্য। নিশীথ প্রামানিক, জন বার্লা, জয়ন্ত রায়ের মতো জয়ী সাংসদ ও বিধায়কদের নেতৃত্বে আমরা কোচ-কামতাপুরকে পৃথক রাজ্য করার দাবি জানিয়েছে। কামতাপুরের মানুষ বৃহত্তর কোচবিহার বা কামতাপুর রাজ্য গঠন করেই ছাড়বে। সেই সঙ্গে নিজেদের রাজনৈতিক ভাগ্য তারা নিজেরাই তৈরি করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করছি, আপনি কোচ-কামতাপুরে পা রাখবেন না। কোচ কামতাপুরকে পৃথক রাজ্য তৈরির আন্দোলনে আপনি কোনও রকম হস্তক্ষেপ ও বিরোধীতা করবেন না। গায়ের জোরে যদি কিছু করতে যান, তাহলে তার ফলাফল ভয়ঙ্কর হবে। লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে দেবে। রক্তের বন্যা বয়ে যাবে।’

মঙ্গলবার তার জবাবে আলিপুরদুয়ার থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আলিপুরদুয়ার, কোচবিহারের মানুষকে বলব আমরা সবাই এক হন। কোনওভাবেই বাংলা ভাগ হতে দেব না। কিছু নেতার কাজ নেই আমাকে হুমকি দিচ্ছে। ওরা নাকি বাংলা ভাগ করে দেবে। উত্তরবঙ্গ ভাগ নিয়ে হুমকি দিচ্ছে। বলছে উত্তরবঙ্গকে ভাগ না করলে আমাকে মেরে দেবে। আমি অনেক বন্দুক দেখে এসেছি। এসব বন্দুক টন্দুক আমায় দেখিও না। আমি বলি তোমার ক্ষমতা থাকলে আমার বুকে বন্দুক ঠেকাও। এতবড় ক্ষমতা তোমাদের? কিন্তু ওরা জানে না আমি বন্দুক ভোঁতা করে দিতেও জানি। রক্ত দিতে রাজি আছি, কিন্তু বাংলা ভাগ করতে দেব না। রবীন্দ্রনাথ, নজরুল, পঞ্চানন বর্মাকে ভাগ করতে পারবেন? জেনে রাখুন আমি কোনওমতেই বাংলাকে ভাগ করতে দেব না।’
এরপরই রাজ্য ভাগ নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি জানি বিজেপির প্রশ্রয়ে এসব হচ্ছে। যখনই ভোট আসে তখনই বিজেপি ভাগাভাগির কথা বলে। টাকা পয়সা ছড়ায়। ভোট এলেই উজালা, আর ভোটের পর আঁধার। এক কথা, আর এক কাজ। কেন্দ্রে ওদের সরকার রাজ্যের ১০০ দিনের টাকা দিচ্ছে না। আগে বলতাম জুমলা সরকার। এখন বলি ভেজাল সরকার। ওদের ৫০০ ও ২০০০ হাজার টাকার নোটও ভেজাল। তাই ঐক্যবদ্ধ থাকুন। আপনাদের জন্য অনেক কিছুই করে দেব। তৃণমূল কংগ্রেস না থাকলে, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থীসাথী হবে না।’
এদিনের সভা থেকে দলীয় কর্মীদেরও বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘কারও উপর রাগ করে, দলটাকে ভুল বুঝবেন না। আমাদের যদি কোনও ভুল হয়, তাহলে আমাকে বলবেন। তৃণমূল না থাকলে, কোনও প্রকল্প আগামীদিনে হবে না। ভুল বোঝাবুঝি থাকলে, আমায় যা খুশি বলুন। ভুল আমরা করলে, সংশোধন করে নিই। বিজেপি, সিপিএমের কথায় ভুলবেন না। ওরা কখনও কিছু করবে না। মনে রাখবেন বিজেপি মিথ্যে কথা বলে, ফেক ভিডিও ছড়ায়।’

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.