'অগ্নিপথ' যুব সমাজের জন্য সুবর্ণ সুযোগ, বিক্ষোভের আবহে দাবি রাজনাথ সিংয়ের
Connect with us

দেশের খবর

‘অগ্নিপথ’ যুব সমাজের জন্য সুবর্ণ সুযোগ, বিক্ষোভের আবহে দাবি রাজনাথ সিংয়ের

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কেন্দ্রের ‘অগ্নিপথ’ প্রকল্প ঘোষণার তৃতীয় দিনেও ক্ষোভের আঁচ অব্যাহত। অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছেন পড়ুয়ারা। দফায়-দফায় বিক্ষোভের জেরে বৃহস্পতিবারের পর শুক্রবারও অগ্নিগর্ভ পরিস্থিতি একাধিক রাজ্যে।

কেন্দ্রের এই প্রকপ্লের বিরোধিতায় সরব একাধিক রাজ্যের পড়ুয়ারা। ঠিক তখনই, ‘অগ্নিপথ প্রকল্পকে’ দেশের সেবার জন্য ভারতীয় যুব সমাজের কাছে সুবর্ণ সুযোগ বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

এদিন তিনি বলেন, ”মিলিটারিতে নিয়োগ নিয়ে খুব শীঘ্রই সরকারি ছাড়পত্র মিলবে। বাহিনীতে যোগ দিয়ে দেশের জন্য কাজের সুযোগ মিলবে। সবার এই সুযোগ নেওয়া উচিত। এককথায় এই অগ্নিপথ প্রকল্প হল দেশের যুবদের কাছে এক সুবর্ণ সুযোগ”। যদিও রাজনাথ সিংয়ের এই মন্তব্যের বিরোধিতা করে বিক্ষোভকারী পড়ুয়া এবং বিরোধীরা প্রশ্ন তুলেছেন ৪ বছর পর এই সব অগ্নিদের ভবিষ্যৎ কী হবে।

Advertisement

আরও পড়ুন: ‘FIR’ পর্নগ্রাফি সাহিত্য নয়, হাইকোর্টের মন্তব্যে বিতর্কের ঝড়

জানা গিয়েছে, কেন্দ্রের এই ‘অগ্নিপথ’ প্রকল্পে চার বছরের জন্য বাহিনীতে সেনার কাজে যোগ দিতে পারবেন যুবকরা। চার বছরের চুক্তিভিত্তিক কাজে মিলবে না পেনশন। তবে রয়েছে আকর্ষণীয় বেতন। এমনকি প্রথমে এই প্রকল্পে যোগ্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ২১ ধরা হলেও খুব তাড়াতাড়ি এই বয়সের মেয়াদ বাড়িয়ে ২৩ বছর করে দেওয়া হবে। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে এই খবর জানা গিয়েছে।

আরও পড়ুন: অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা, বিহার-হরিয়ানায় আক্রান্ত একাধিক এক্সপ্রেস ট্রেন

Advertisement

এদিকে কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা করে উত্তপ্ত পরিস্থিতি উত্তরপ্রদেশের বালিয়াতেও। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বিহারের সমস্তিপুর রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা জম্মু-তাওয়াই গুয়াহাটি এক্সপ্রেসে। দাঁড়িয়ে থাকা ট্রেনের ৬টি কামরায় আগুন লাগিয়ে দেওয়া হয়। অবরোধ অব্যাহত বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশের ইন্দোর স্টেশনে। উত্তেজিত জনতা বিক্ষোভ দেখান বিহারের দুমরা স্টেশনেও।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.