ফের অগ্নিপথে নিয়মবিধি শিথিলের সিদ্ধান্ত কেন্দ্রের
Connect with us

দেশের খবর

ফের অগ্নিপথে নিয়মবিধি শিথিলের সিদ্ধান্ত কেন্দ্রের

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কেন্দ্রীয় বাহিনী এবং অসম রাইফেলসে সংরক্ষণ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। পাশপাশি নিয়োগের ঊর্ধ্বসীমাও বাড়বে। অগ্নিপথ-বিতর্কের মধ্যেই এবার অগ্নিবীরদের জন্য চাকরিতে সংরক্ষণের সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। ট্যুইটে লেখা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং অসম রাইফেলসে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে।

Reserve 10 percent vacancies for recruitment in CAPFs and Assam Rifles for Agniveer MHA Tweet BDD

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, সিআরপিএফ বাহিনীতে অগ্নিবীরদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়সের ঊর্ধ্বসীমা আরও তিন বছর বাড়ানো হচ্ছে। অগ্নিবীর প্রকল্পে নিয়োগের পরে যে অগ্নিবীরদের অবসর দেওয়া হবে তাঁদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী (সিএপিএফ) ও অসম রাইফেলসে।

Reserve 10 percent vacancies for recruitment in CAPFs and Assam Rifles for Agniveer MHA Tweet BDD

প্রথম ব্যাচের অগ্নিবীরদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় আরও পাঁচ বছর ছাড় দেওয়া হবে। তবে শুধু প্রথম ব্যাচের অগ্নিবীরদের জন্যই এই সুবিধা থাকবে। বর্তমানে সেনাবাহিনীর পাঁচ শাখায় ৭৩,০০০ শূন্যপদ রয়েছে–সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি (ভারত-তিব্বত সীমান্ত রক্ষীবাহিনী), সশস্ত্র সীমা বল ও সিআইএসএফ। অগ্নিবীররা কেন্দ্রীয় বাহিনীতে যোগ দিতে পারেন।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.