আসানসোল পৌর নিগমের ভোট নিয়ে মারাত্মক অভিযোগ অগ্নিমিত্রা পালের!
Connect with us

বাংলার খবর

আসানসোল পৌর নিগমের ভোট নিয়ে মারাত্মক অভিযোগ অগ্নিমিত্রা পালের!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: চার পৌর নিগমের নির্বাচনে বিভিন্ন এলাকায় হিংসার ঘটনা ঘটেছে। কোথাও ভুয়ো ভোটার আবার কোথাও গুলি চলছে। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে রাজ্যের ৪ পুরনিগমের নির্বাচন। আসানসোল তার মধ্যে অন্যতম।

বিগত কয়েকদিন ধরেই আসানসোল নিয়ে চাপানউতোর চলছিল। তবে ভোটের দিন সকাল থেকেই অশান্তি তুঙ্গে। কার্যত আসানসোলের ভোট নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল। কার্যত এদিন সংবাদমাধ্যমে অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, আসানসোলের প্রতিটি ওয়ার্ডেই দেদার ছাপ্পা ভোট চালছে। তাঁর অভিযোগের তীর যে তৃণমূলের দিকে, তা বুঝতে অসুবিধা হয়না।

পাশাপাশি প্রার্থীদের বাড়ি ঘেরাও করে হামলা চালানো হচ্ছে বলেও দাবী বিজেপি নেত্রীর। এক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেত্রী। কার্যত তাঁর অভিমত, পুলিশের সামনেই সবকিছু হচ্ছে। কিন্তু পুলিশ কিছুই আটকাচ্ছে না। বরং বিধায়ক হিসেবে তাঁকে পুলিশ আটকাচ্ছে। সব মিলিয়ে আসানসোলের পুরভোটের পরিপ্রেক্ষিতে ব্যাপকভাবে বেড়ে চলেছে রাজনৈতিক উত্তাপ।

Advertisement