বাংলার খবর
আনিস খানের মৃত্যুর প্রতিবাদে অগ্নিগর্ভ আমতলা থানা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : আমতায় ছাত্রনেতা আনিস খানের হত্যা নিয়ে গত কয়েক দিন ধরেই সারা রাজ্য উত্তাল। রাজ্য সরকার ঘটনার তদন্তের জন্য সিট গঠন করলেও আনিসের পরিবার নিরপেক্ষ তদন্তের জন্য প্রথম থেকেই সিবিআই তদন্তের দাবি করে আসছে। পরিবারের অভিযোগ আমতলা থানার ভারপ্রাপ্ত পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যেই দুই পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর পরেও আন্দোলন থামার লক্ষন নেই।
রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে আনিস মৃত্যুর প্রতিবাদ। বৃহস্পতিবার আমতা থানার সামনে বিক্ষোভ দেখায় এসএফআই, ডিওয়াইএফআই। ধুন্ধুমার কাণ্ড বেধে যায় সেখানে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারীদের। বাঁশের ব্যারিকেড ভেঙে থানার ভেতরে ঢোকার চেষ্টা করেন তাঁরা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে। থানার সামনে বিক্ষোভে শামিল হন আনিসের বাবা।এদিকে আনিস খুনে আমতা থানার এক আধিকারিক সহ চারজনকে ফের তলব করেছে সিট। পাশাপাশি ওইদিন আরটি ভ্যানের ডিউটিতে থাকা পুলিশ কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।