বয়স শুধুই সংখ্যা মাত্র, তা আরও একবার প্রমাণ করলেন বাংলাদেশের ৯০ বছরের 'যুবক'
Connect with us

Uncategorized

বয়স শুধুই সংখ্যা মাত্র, তা আরও একবার প্রমাণ করলেন বাংলাদেশের ৯০ বছরের ‘যুবক’

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ভালো থাকার বা ভালোবাসার জন্য বয়স কোনও ভাবেই বাধা সৃষ্টি করতে পারে না। তার প্রমাণ সবার সামনে তুলে ধরলেন বাংলাদেশের এক ৯০ বছরের আইনজীবী। ৯০ এর এই আইনজীবী ৪০ এর এক মহিলাকে বিয়ে করে বেশ আলোড়ন তুলেছেন

মহম্মদ ইসমাইল হলেন বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা। তাঁরর বয়স এখন ৯০। তিনি গত সোমবার তাঁর থেকে ৫০ বছরের ছোট মহিলাকে বিয়ে করেছেন। মহম্মদ ইসমাইল পেশায় একজন আইনজীবী। কুমিল্লা জেলা বারের পাঁচবারের সভাপতি তিনি। ১৯৪৭ সালে তিনি ম্যাট্রিক পাশ করেছিলেন। পরবর্তীকালে তিনি ইতিহাস নিয়েও পড়াশোনা করেন। প্রসঙ্গত তিনি ছিলেন ফজহুল হকের ছাত্র। বর্তমানে তিনি আইনজগতের সঙ্গেই যুক্ত। ইসমাইল সাহেব গত সোমবার বিয়ে করেন মিনু আরাকে। যাঁর বয়স ৪০। অর্থাৎ পাত্রের সঙ্গে পাত্রীর বয়সের পার্থক্য খুব বেশি নয়, মোটে ৫০ বছর! মিনু বাংলাদেশরই দেবিদ্ধার উপজেলার বাসিন্দা। যদিও তিনি বর্তমানে কুমিল্লাতেই বসবাস করতেন।

৭ বছর আগে মহম্মদ ইসমাইলের স্ত্রী প্রয়াত হন। তাই তাঁকে একাকিত্ব গ্রাস করছিল। সেই একাকিত্ব দূর করার জন্যই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। যদিও তিনি তাঁর এই বিয়ে নিয়ে সাংবাদিকদের কাছে মুখ খোলেননি। এই বিয়েতে মহম্মদ ইসমাইলের ৫ ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিরাও উপস্থিত ছিলেন। আনন্দের সঙ্গেই অপরদিকে মিনুর অভিবাবকরাও উপস্থিত ছিলেন বিয়েতে। এছাড়া আইনজগতের বিভিন্ন বন্ধু ,সহকর্মী, আইনের বিভিন্ন সংগঠনের নেতা এবং সহকর্মীরাও বিয়েতে উপস্থিত হয়েছিলেন। উপহার সামগ্রী সমেত,নব দম্পতির উদেশ্যে তাঁরা তাঁদের শুভকামনা জানিয়েছেন। তবে দুই পক্ষই বেশ খুশি এই বিয়েতে, তা স্পষ্ট। ৯০ আর ৪০ এর এই জুটি সত্যি মনে করিয়ে দিচ্ছে ভালোবাসার বা সংসার করার জন্য কোনও বয়স হয় না। মনটাই আসল, বয়স নয়।

Advertisement
Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.