ভাইরাল
বৃন্দাবন সফর শেষে অনুষ্কার মায়ের আদরে ছোট্ট আকায়, দিদাকে পেতে ছোট দিদির মিষ্টি খুনসুটি!

বৃন্দাবনের সফর শেষ করে মুম্বইতে ফিরে এলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। সাম্প্রতিক টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর স্ত্রী ও সন্তানদের সঙ্গে সময় কাটাচ্ছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করে আশীর্বাদ নেওয়ার পর এবার বিরাট পৌঁছেছেন শ্বশুরবাড়িতে, অনুষ্কার মা–বাবার কাছে। আর সেখানেই ধরা পড়ল এক অপূর্ব পারিবারিক মুহূর্ত, যা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, গেটের সামনে অপেক্ষা করছেন অনুষ্কার মা। মেয়েকে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গেই কোলে থাকা ছোট্ট আকায়কে আদরে ভরিয়ে দিলেন তিনি। এরপর কোলে তুলে নিলেন নবজাতক নাতিকে। আর ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট ভামিকা নজর কাড়তে চাইল দিদার — তার কাপড় টেনে, তাকিয়ে। বুঝিয়ে দিল, “দিদা শুধু ভাইকে নয়, আমাকেও আদর করতে হবে!”
আরও পড়ুন – কর্নেল কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন বিজেপি মন্ত্রী
সেই আবেগঘন মুহূর্তেই নাতনিকে কোলে তুলে আদরে ভরিয়ে দেন অনুষ্কার মা। ভিডিওতে ভামিকা ও আকায় দুজনেরই মুখ ইমোজি দিয়ে ঢাকা ছিল, তবে তাদের ভালোবাসা-ভরা মুহূর্ত স্পষ্ট ফুটে উঠেছে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনরা আবেগে ভেসেছেন। অনেকেই মন্তব্য করেছেন, “এত মিষ্টি সম্পর্ক, যেন কারও চোখ না লাগে।”
View this post on Instagram
এরই মধ্যে অনুষ্কার ইনস্টা স্টোরিতে বিরাটের অবসর নিয়ে দুটি আবেগঘন বার্তা উঠে আসে। একটিতে তিনি লেখেন, “টেস্ট ক্রিকেটে সফল তারাই যাদের বলার মতো গল্প রয়েছে।” অন্য পোস্টে অনুষ্কা স্মরণ করেন, “তোমার অশ্রু, যন্ত্রণা, নিঃশব্দ যুদ্ধ এবং খেলাটির প্রতি অমূল্য ভালোবাসা—সবকিছু দেখে আমি কৃতজ্ঞ। এই সাদা পোশাকে তুমি অবসর নাও, এমনটাই চেয়েছিলাম। তুমি তোমার অন্তরের কথা শুনেছ। তুমি এই বিদায় অর্জন করেছ।”
এখন বিরাট কোহলি শুধু প্রাক্তন অধিনায়ক নন, একজন পারিবারিক মানুষ হিসেবে নজর কাড়ছেন, আর ভামিকা-আকায়ের মিষ্টি মুহূর্তে যেন ধরা পড়ছে সেই নতুন রূপ।