Viral Video: কাঁচাবাদামের পর বাজারমাত করছে 'লেলো ১৫ রুপায় কে ১২ আঙ্গুর', দেখুন ভিডিয়ো
Connect with us

ভাইরাল খবর

Viral Video: কাঁচাবাদামের পর বাজারমাত করছে ‘লেলো ১৫ রুপায় কে ১২ আঙ্গুর’, দেখুন ভিডিয়ো

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ‘কাঁচাবাদাম…’ গত কয়েকমাস ধরে নেটদুনিয়ায় সেনসেশনে রয়েছে ভুবন বাদ্যকরের গাওয়া এই গান। যা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে জনমানষে। শুধু তাই নয়, বাংলার বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের গাওয়া এই গানের তালে একবারও কোমর দোলাননি এমন লোক খুঁজে পাওয়া বেশ দুস্কর।

শুধু তাই নয়, ইন্টারনেটের দৌলতে আজকের যুগে নেটদুনিয়ায় প্রতি মুহুর্তে আমরা থাকি আপ টু ডেট। প্রতিদিনই আমাদের চারপাশে অজস্র ঘটনা ঘটে চলেছে। তার মধ্যে কোনও ঘটনা আমাদের মনে দাগ কেটে যায় আবার কোনও ঘটনার ভিডিয়ো বা ছবি দেখে আমরা এতটুকুও বিচলিত হই না। তেমনই ‘কাঁচাবাদামের’ পর আরও একজন ফল বিক্রেতার গানের ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে আপ্লুত নেটজনতা।

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by ★彡[ꜱᴀʟɪᴍ ɪɴᴀʏᴀᴛ]彡★ (@saaliminayat)

 

আরও পড়ুন: Viral Video: বিড়ালের গালে কিস বাঁদরের, আবেগে আপ্লুত নেটিজেনরা

Advertisement

ভাইরাল ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে, কালো আঙ্গুরে ভরা একটি গাড়ির পাশে একজন বয়স্ক ব্যক্তি বসে আছেন। ওই লোকটি তাঁর আঙ্গুর বিক্রি করার জন্য একটি জিঙ্গেল গাইছেন। এছাড়াও তিনি আঙ্গুরের দাম সম্পর্কে তাঁর একটি গাওয়া-গানের কণ্ঠে তার পণ্যের বর্ণনা করেছেন। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, “লেলো ১৫ রুপায় কে ১২ আঙ্গুর। (১৫ টাকায় ১২ টি আঙ্গুর কিনুন)” যদিও সঠিক গানের কথা স্পষ্ট নয়। তবে তাঁর এই গান ইন্টারনেট ব্যবহারকারীদের মুগ্ধ করেছে। শুধু তাই নয়, এটি ক্রেতাদের কাছে তাঁর আঙ্গুর বাজারজাত করার কাজও করবে বলে মনে করছেন তাঁর গাড়ির পাশ দিয়ে যাওয়া পথচারীরা।

আরও পড়ুন: Viral Video: ওড়িশার উপকূলে ঝাঁকে ঝাঁকে অলিভ কচ্ছপ, তারপর যা হল…

ভাইরাল ওই ভিডিয়োটি দেখার পর বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী, আঙ্গুর বিক্রেতার ভিডিয়োতে কমেন্ট করে তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ কেউ লিখেছেন, “এটিও এখন ভাইরাল হবে,” অন্য একজন লিখেছেন, “সেরা!” এছাড়াও অন্যান্যরা আঙ্গুর-বিক্রেতার জন্য হাসির বা হার্ট ইমোজি দিয়ে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে শুধু ভুবন বাদ্যকর বা ওই আঙ্গুর বিক্রেতাই নয়। এর আগেও পেয়ারা বিক্রি করার সময় অদ্ভুত গান গেয়ে ব্যাপক ভাইরাল হয়েছিলেন অজ্ঞাত পরিচয়ের এক পেয়ারা বিক্রেতা।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.