লাইফ স্টাইল
শ্যাম্পুর পর চুলের উস্কোখুস্কো অবস্থা থেকে পান সহজেই মুক্তি !

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : মহিলারা সবাই তাদের চুল নিয়ে যথেষ্ট সচেতন। চুলের যত্ন প্রত্যেকেই কম বেশি নিয়ে থাকেন। তবে বর্তমানে কর্মব্যস্ত জীবনে সেভাবে সময় দেওয়া সম্ভব হয় না। কিন্তু শ্যাম্পু আর তেল এই দুটো জিনিসের ব্যবহার আমরা করেই থাকি।
কিন্তু অনেকসময় দেখা যায় চুল হয়ে পড়েছে উস্কোখুস্কো। বিশেষত শ্যাম্পুর পর চুল খুবই হয়ে পড়ছে রুক্ষ ও শুষ্ক। শ্যাম্পু বদল করেও কোনো লাভ হচ্ছে না।শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করেও অনেকসময় উপকার কিছু হয় না। আসুন ,এই সমস্যার হাত থেকে বাঁচার খুবই সহজ ও ঘরোয়া টোটকা দেখে নি।
নারকেল তেল
ছোটবেলা থেকেই দেখে আসছি মা-দিদার চুলে যত্ন নেওয়ার ক্ষেত্রে নারকেল তেলকে বিশেষ জায়গা দিয়েছেন। শ্যাম্পুর পর চুল যে উস্কখুস্ক থাকে তা থেকে মুক্তি পেতে নারকেল তেল ব্যবহার করুন। শ্যাম্পুর পর প্রথমে হাতের তালুতে কয়েক ফোঁটা নারকেল তেল নিন। তারপর সেটা ভালো করে চুলের মধ্যে দিয়ে মাথার ত্বকে মালিশ করে নিন। এরপর বেশ খানিকক্ষণ মালিশ করে রেখে দিলে চুল নরম ও মোলায়েম হয়ে যাবে।
অ্যাভোকাডো তেল
অ্যাভোকাডো তেলে রয়েছে ভিটামিন ই ও ভিটামিন এ। এই উপাদান চুলকে করে শক্তিশালী। চুলের স্বাস্থ্য ভালো রাখতে অ্যাভোকাডোর ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। শ্যাম্পুর পর চুলের উস্কখুস্কো অবস্থা থেকে বাঁচতে ব্যবহার করুন অ্যাভোকাডো তেল।