বাংলার খবর
দার্জিলিং থেকে শুটিং সেরে ফিরেই সপরিবারে করোনা আক্রান্ত অভিনেত্রী ঋতুপর্ণা!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনার তৃতীয় ঢেউয়ে গোটা দেশের পাশাপাশি বিপর্যস্ত বাংলা। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। রাজনৈতিক ব্যক্তিত্ব, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তিদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন সমাজের সর্বস্তরের মানুষ। টলিউডেও হানা দিয়েছে করোনা।
পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়, অভিনেত্রী চিত্রাঙ্গদা চক্রবর্তী, রাজ-শুভশ্রী থেকে মিমি চক্রবর্তী, দেব-রুক্মিণী, ঋদ্ধি সেন, রুদ্রনীল ঘোষ, শ্রীজাত, পরমব্রত চট্টোপাধ্যায় আগেই আক্রান্ত হয়েছেন। এবার সপরিবারে করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। পরিচালক অতনু বসুর ‘অচেনা উত্তম’ ছবির শুটিং করতে সপরিবারে দার্জিলিঙে গিয়েছিলেন ঋতুপর্ণা।
শুটিং সেরে কলকাতায় ফেরার পরই তাঁদের সকলেরই ঠান্ডা লাগে। পরিবারের সকলের করোনা টেস্ট করালে একমাত্র স্বামী সঞ্জয় ছাড়া বাকি সকলেরই রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানিয়েছেন টলিউড অভিনেত্রী। পজেটিভ আসা পরিবারের সকল সদস্যরাই বাড়িতে নিভৃতাবাসে রয়েছেন বলে জানিয়েছেন ঋতুপর্ণা।