দেশের খবর
পেট্রোলের পর রাজ্যের একাধিক জেলায় সেঞ্চুরি করল ডিজেল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মধ্যবিত্তের চিন্তা দিন দিন বেড়েই চলেছে। কমার কোনও লক্ষণ নেই। মধ্যবিত্তের কোণঠাসা পরিস্থিতি থেকে যেন নিস্তার নেই। সেঞ্চুরি আগেই পার করেছিল পেট্রোল। এবার পশ্চিমবঙ্গের সাত জেলায় সেঞ্চুরি করে ফেলল ডিজেল। আলিপুরদুয়ারে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৯ টাকা ২৯ পয়সা, প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা ৫২ পয়সা।
কোচবিহারে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৯ টাকা ১৭ পয়সা, ডিজেলের দাম ১০০ টাকা ৪০ পয়সা প্রতি লিটার। ঝাড়গ্রামে পেট্রোলের দাম প্রতি লিটার ১০৮ টাকা ৯৪ পয়সা, ডিজেলের দাম লিটার প্রতি ১০০ টাকা ১৬ পয়সা। পুরুলিয়ায় পেট্রোলের দাম প্রতি লিটার ১০৯ টাকা ২৪ পয়সা, লিটার প্রতি ডিজেলের দাম ১০০ টাকা ৪৮ পয়সা। দার্জিলিং জেলায় পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৯ টাকা ৬৪ পয়সা এবং ডিজেলের দাম লিটার প্রতি ১০০ টাকা ৬৪ পয়সা হয়েছে। তবে দু’দিন আগেই রাজ্যের মধ্যে প্রথম পুরুলিয়ার ঝালদায় ডিজেলের দাম ১০০ টাকা পেরিয়ে গিয়েছিল।
রবিবার কলকাতাতেও ফের পেট্রোল, ডিজেলের দাম বাড়ল। আজকে কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৩৩ পয়সা বেড়ে নতুন দাম হল লিটার প্রতি ১০৮ টাকা ১১ পয়সা এবং লিটারে ৩৫ পয়সা বেড়ে ডিজেলের নতুন দাম হয়েছে ৯৯ টাকা ৪৩ পয়সা। চলতি উৎসবের মাসে এখনও পর্যন্ত তিনদিন বাদ দিয়ে পেট্রোল ডিজেলের দাম মোট ২১বার বেড়েছে। চলতি মাসে শুধুমাত্র পেট্রোলই প্রতি লিটার ৫.১৫ টাকা বেড়েছে, অন্যদিকে ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ৫ টাকা।দেশের বাকি তিন মহানগরে পেট্রোল ডিজেলের দাম বাড়া বজায় রয়েছে।
এদিন রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ছিল প্রতি লিটার ১০৭.৫৯ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯৬.৩২ টাকা। মুম্বইয়ে পেট্রোলের দাম প্রতি লিটার ১১৩.৪৬ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ১০৪.৩৮ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের দাম প্রতি লিটার ১০৪.৫২ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ১০০.৫৯ টাকা। টানা জ্বালানির দাম বৃদ্ধি মধ্যবিত্তের মাথাব্যথা যে কতটা বাড়িয়েছে সেটা শুধু মধ্যবিত্তরাই উপলব্ধি করতে পারছেন।