শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পরই হাঁসখালির ঘটনা নিয়ে মুখ্যসচিবের থেকে রিপোর্ট তলব রাজ্যপালের
Connect with us

বাংলার খবর

শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পরই হাঁসখালির ঘটনা নিয়ে মুখ্যসচিবের থেকে রিপোর্ট তলব রাজ্যপালের

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : হাঁসখালিতে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণের অভিযোগ এবং সোমবার রামনবমীতে রাজ্যে হিংসার যে অভিযোগ উঠেছে, তাই নিয়ে রাজ্যের মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। আগামী ১৩ তারিখের মধ্যে এই দু’টি অভিযোগের রিপোর্ট মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। এই দু’টি ঘটনা রাজ্যপালের নজরে আনতে সোমবার রাজভবনে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন – মেয়ের সঙ্গে কুকীর্তির অভিযোগ, কাঠগড়ায় বাবা

সেখানে দু’জনের মধ্যে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে। সেই বৈঠকের পরই টুইট করে রাজ্যপাল মুখ্যসচিবের থেকে দু’টি ঘটনার রিপোর্ট চেয়ে পাঠালেন। শুভেন্দু অধিকারী এই দু’টি ঘট নিয়েই তাঁর দৃষ্টি আকর্ষণ করেছেন বলে টুইটে জানিয়েছেন রাজ্যপাল। এর আগেও একাধিক ইস্যু নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। সেই নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘাত পৌঁছেছিল চরমে। আবারও এই জোড়া ঘটনায় রিপোর্ট তলব করায় রাজ্য বনাম রাজ্যপাল সংঘাত নতুন করে মাত্রা পেল, তা আর বলার অপেক্ষা রাখে না। সোমবার টুইট করে মহিলাদের নিরাপত্তা এবং রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল।

Advertisement

নদীয়ার হাঁসখালিতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ডেথ সার্টিফিকেট ছাড়াই ঘটনার রাতেই ওই কিশোরীকে দাহ করা নিয়েও প্রশ্ন উঠেছে। সোমবার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যপাল বলেছেন, ‘রাজ্যে একের পর এক বিধায়ক, কাউন্সিলর, সাংসদ আক্রান্ত হচ্ছেন। রাজ্যের জনপ্রতিনিধিদের যদি এই রকম অবস্থা হয় তাহলে তাদের কী অবস্থা হবে, এই ভেবেই আশঙ্কিত সাধারণ মানুষ।’

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.