সিবিআই-এর নোটিশ পেতেই ফের বোলপুর থেকে কলকাতার পথে অনুব্রত
Connect with us

বাংলার খবর

সিবিআই-এর নোটিশ পেতেই ফের বোলপুর থেকে কলকাতার পথে অনুব্রত

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বোলপুরে বাড়ি থেকে ফের কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। জানা গিয়েছে, এবার ভোট পরবর্তী হিংসা মামলায় তাঁকে তলব করেছে সিবিআই। গত ২০মে প্রায় দেড় মাস পর বোলপুরে বাড়িতে ফিরেছিলেন তিনি৷ ১১ দিন পর আবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তলবে বুধবার বিকেলে বোলপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হন অনুব্রত মণ্ডল।

যদিও, অনুব্রত মণ্ডল জানিয়েছেন, ‘৩ তারিখে ডাক্তার দেখানোর ডেট আছে। তাই কলকাতা যাচ্ছি৷ শরীর ভালো নেই, চেকাপ করাতো তো যেতেই হবে।’ এদিন অনুব্রত মণ্ডলের নিরাপত্তারক্ষী সাইগেল হোসেনের বোলপুর ও মুর্শিদাবাদের ডোমকলের বাড়িতে হানা দিয়েছে সিবিআই। আগেই এই সাইগেল হোসেনকে দু’বার নিজাম প্যালেসে জেরা করেছে সিবিআই অফিসারেরা। এর আগেও ভোট-পরবর্তী হিংসা মামলায় অনুব্রতকে জেরা করেছে সিবিআই। আবারও তাঁকে ২ তারিখ জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বুধবার তিনি সিবিআই-এর মুখোমুখি হতে পারেন তিনি।

 

Advertisement

এর আগে, গোরু পাচার কাণ্ডে হাজিরা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। ভর্তি ছিলেন এসএসকেএম হাসপাতাল৷ কিছুটা সুস্থ হয়ে নিজাম প্যালেসে হাজিরা দেন তিনি৷ সেখানে অসুস্থা বোধ করায় ফের পিজি’র উডবার্ন ওয়ার্ডে যান৷ এই সময়কালে প্রায় দেড় মাস কলকাতায় চিনার পার্কের বাড়িতেই ছিলেন অনুব্রত মণ্ডল৷ অবশেষে ২০ মে বোলপুরের নীচুপট্টীতে নিজের বাড়িতে ফিরেছিলেন তিনি৷ তাঁকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। রাজকীয় সংবর্ধনায় তাঁকে স্বাগত জানান তৃণমূলের নেতা কর্মীরা। বোলপুরে ফিরতেই দু’বার গোরু পাচার কাণ্ডে অনুব্রতকে তলব করে সিবিআই। অসুস্থতার কারণ দেখিয়ে সেই হাজিরাও এড়িয়ে যান তিনি৷ কিন্তু, এদিন তাঁর নিরাপত্তারক্ষীর বাড়িতে সিবিআই হানা দিতেই কলকাতার উদ্দেশ্যে রওনা দেন অনুব্রত৷ জানা গিয়েছে, সিবিআই দফতরে হাজিরা দিতেই ১১ দিন পর কলকাতা আসছেন তিনি৷ বোলপুরের বাড়ি থেকে যাবতীয় জিনিসপত্র, খাবার, লিচু প্রভৃতি গাড়িতে নিয়ে নেওয়া হয়। এখন দেখার তিনি এবারও সিবিআই-এর জেরার সম্মুখীন হন কি না।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.