দেশের খবর
সাড়ে আট মাস পর দেশের দৈনিক সংক্রমণ নামল ১০ হাজারের নিচে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দীর্ঘ সাড়ে ৮ মাস পর আবার দেশের দৈনিক করোনা সংক্রমণ নামল ১০ হাজারের নিচে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৮৬৫ জন।
যা গত ২৮৭ দিনে সর্বনিম্ন। গত ২ ফেব্রুয়ারি শেষবার দৈনিক সংক্রমণের সংখ্যা এত নিচে নেমেছিল। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৪৪ লক্ষ ৫৬ হাজার ৪০১ জন। সুস্থতার হারও স্বস্তি দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ১১ হাজার ৯৭১ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগী রয়েছেন ১ লক্ষ ৩০ হাজার ৭৯০ জন। সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে কমেছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৯৭ জনের। গোটা অতিমারী পর্বে এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৬৩ হাজার ৮৫২ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার ছিল ০.৮০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১১ লক্ষ ৭ হাজার ৬১৭টি। এখনও পর্যন্ত দেশে মোট টেস্ট হয়েছে ৬২ কোটি ৫৭ লক্ষ ৭৪ হাজার ১৫৯ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৫৯ লক্ষ ৭৫ হাজার ৪৬৯ জন। এখন পর্যন্ত দেশে মোট টিকাকরণ হয়েছে ১১২ কোটি ৯৭ লক্ষ ৮৪ হাজার ৪৫ জনের।