বাংলার খবর
স্পিকারের রায় ঘোষণার পরই মুকুল রায়কে গ্রেফতারের দাবি তুললেন কুণাল ঘোষ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শুক্রবারই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে বিজেপির বিধায়ক বলেই রায় দিয়েছেন। এরপরই তৃণমূল মুখপাত্র তথা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ টুইট করে সারদা ও নারদা মামলায় মুকুল রায়কে সিবিআই ও ইডি’র গ্রেফতারের দাবি জানালেন।
তিনি বলেছেন, ‘আমি দুই সংস্থাকেই চিঠি পাঠিয়েছি তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য। তিনি বিভিন্ন দলকে ব্যবহার করেছেন নিজের স্বার্থে।’ শুক্রবার, মুকুল রায়ের দলত্যাগ মামলায় রায় দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিও নাকচ করে দিয়েছেন স্পিকার। এবং তিনি জানিয়ে দিয়েছেন, বিজেপিতেই আছেন মুকুল রায়। তিনি দলত্যাগ করেননি।
এদিন স্পিকার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মুকুল রায় এক দল ছেড়ে অন্য দলে যোগ দিয়েছেন, এমন কোনও প্রমাণ তাঁর হাতে আসেনি। এই দলত্যাগ নিয়ে বারবার বিজেপির তরফে অভিযোগ তোলা হলেও, এর সপক্ষে তেমন কোনও প্রমাণ দিতে পারেননি অভিযোগকারীরা। তারপরই তিনি জানিয়ে দেন, কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক দলত্যাগ করেননি। বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হয়েছিল তা ঠিক নয়। শুক্রবার এই মামলায় ৩৫ পাতারা রায় দিয়েছেন স্পিকার।