বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশে আরও কমল করোনার দৈনিক সংক্রমণ। প্রায় আট মাস পর দেশের দৈনিক সংক্রমণ নামল ১৪ হাজারের নিচে। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৯৬ জন। এর আগে গত ২০ ফেব্রুয়ারি দৈনিক সংক্রমণ ১৪ হাজারের নিচে নেমেছিল।
এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৪০ লক্ষ ৮১ হাজার ৩১৫ জন। তবে সংক্রমণ কমলেও দেশে এক দিনে মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ১৬৬ জনের। গোটা অতিমারী পর্বে দেশে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৫২ হাজার ২৯০ জন। দেশে মোট সংক্রমণের হার সামান্য কমে হয়েছে ৫.৭৬ শতাংশ। তবে গত এক দিনে সংক্রমণের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণের হার ছিল ১.৩৭ শতাংশ। আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থতার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ৫৮২ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ৩৪ লক্ষ ৩৯ হাজার ৩৩১ জন সুস্থ হয়ে উঠেছেন।
দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যাও কমেছে। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৮৯ হাজার ৬৯৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৯ লক্ষ ৮৯ হাজার ৪৯৩ জনের। এখনও পর্যন্ত দেশে মোট টেস্ট হয়েছে ৫৯ কোটি ১৯ লক্ষ ২৪ হাজার ৮৭৪ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ১২ লক্ষ ৫ হাজার ১৬২ জন। এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে মোট ৯৭ কোটি ৭৯ লক্ষ ৪৭ হাজার ৭৮৩ জনের।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ