Uncategorized
৪০ বছরের প্রেমের পর বিবাহের মাধ্যমে স্বামীর স্বীকৃত পেল ‘গোলাপি’ !

বেঙ্গল এক্সপ্রেস নিউস: এক নয় ,দুই নয় ,চল্লিশটা বছর ধরে প্রেম করার পর স্বামী হিসাবে অবশেষে স্বীকৃতি পেলেন এক ব্যক্তি। অর্থাৎ প্রেমিক পেল প্রেমিকার কাছ থেকে স্বামীর স্বীকৃতি। এই স্বামী কিন্তু আর পাঁচটা স্বামীর মতো নন। যদিও বিবাহের সমস্ত আয়োজন ছিল নিখুঁত।
আত্মীয়-স্বজন সবাই বিয়ের আয়োজন দেখে প্রথমে খুশি হলেও কিন্তু বর দেখে তারা হয়ে গিয়েছিল ‘থ’। বর আছে, কিন্তু সেই বর মানুষ নয়! বর হল একটি রং। গোলাপি রংকে বিবাহ করে তাঁকে স্বামীর হিসাবে গ্রহণ করেছেন কিটেনকায়সারা। এই বিবাহের অনেক মুহূর্তই সোশ্যাল মিডিয়াতে আসার পর ভাইরাল হতে বেশি সময় নেয়নি। কিটেনকায়সারা মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের বাসিন্দা। তার প্রিয় রংকে স্বামী হিসাবে গ্রহণ করেছেন একদিনে নয়। এর পিছনে আছে দীর্ঘ ইতিহাস। টানা ৪০ বছর ধরেই তিনি গোলাপি রঙের বিভিন্ন শেডের পোশাক পরে আসছেন। কিন্তু গোল বাঁধে তখনই, যখন ২ বছর আগে এক শিশু তাঁর এই গোলাপি প্রীতি নিয়ে মজা করে। তাঁর ভীষণ খারাপ লাগে এই বিষয়টি।
তাই অনেক ভাবনা চিন্তার পর তিনি সিদ্ধান্ত নেন তাঁর প্রিয় গোলাপি রংকেই তিনি বিবাহ করবেন। ব্যাস, যেমন ভাবা, তেমনই কাজ। অত্যন্ত জাঁকজমকের সঙ্গেই বিবাহ সারলেন এই মহিলা।তাঁর আয়োজিত বিয়ের অনুষ্ঠানে সমস্ত জিনিসই ছিল গোলাপি রঙের। কনের নিজের পা থেকে মাথা পর্যন্ত সবটাই গোলাপি তে ঢাকা ছিল, সেটা বলাই বাহুল্য। তিনি, তাঁর অতিথিদের গোলাপিতে থাকার অনুরোধ জানিয়েছিলেন। এমনকি তাঁদের বিবাহের কেকটিও ছিল পিঙ্ক। গত ১ জানুয়ারি ৫৭ বছরের কিটেনকায়সারা পিঙ্ক রঙের পোশাক পরে পিঙ্ক কেক কেটে এক দল পিঙ্ক পোশাক পরা মানুষের সামনে পিঙ্ক রঙের ক্যাডিলাকে বসে বিয়ে সেরেছেন। পেশায় তিনি এক অভিনেত্রী। হলিউডের বিভিন্ন সিরিজ ,টিভি শোতে তাঁকে নিয়মিত দেখা যায়। ইনস্টাগ্রামে অতি পরিচিত সারা নিজের বিবাহের বেশ কিছু ফোটোও আপলোড করেছে সোশ্যাল মিডিয়ায়।