দেশের খবর
২১ বছর পর মিস ইউনিভার্সের মুকুট এল ভারতে! খেতাব জিতলেন হারনাজ সান্ধু

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: লারা দত্তের পর এবার হারনাজ সান্ধু পরলেন মিস ইউনিভার্সের মুকুট। ২১ বছর পর আবার ভারতে এল মিস ইউনিভার্সের শিরোপা। ৭৯ জন প্রতিযোগীকে পিছনে ফেলে দীর্ঘ ২১ বছর অপেক্ষার পর হারনাজের এই জয় সত্যিই ভারতবাসীকে করেছে গর্বিত ও আনন্দিত।
বিদেশের মাটিতে দেশের কন্যার এই জয় যেন সারা দেশের জয় এমনটাই ভাবছেন অনেকে। রবিবার অর্থাৎ ১২ ডিসেম্বর রাতে ইজরাইলের এইলাটে সম্পন্ন হয়েছে ৭০তম মিস ইউনিভার্সের অনুষ্ঠানটি। সর্বশেষে অনেক সুন্দরীর মধ্যে প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা এম এসওয়ানকে পিছনে ফেলে মিস ইউনিভার্সের খেতাব জিতে নিয়েছেন ভারতের হারনাজ সান্ধু। ২১ বছর আগে ভারতের লারা দত্ত জিতে নিয়েছিলেন মিস ইউনিভার্সের মুকুট। এরপর ছিল দীর্ঘ প্রতীক্ষা। সেই প্রতীক্ষার অবসান ঘটল পঞ্জাব তনয়া হারনাজ সান্ধুর হাত ধরে।
লারা দত্তও ছিলেন পঞ্জাবের। লারা দত্তরর আগে এই শিরোপা পেয়েছিলেন বঙ্গ-কন্যা সুস্মিতা সেন। ২১ বছরের এই হারনাজকে মিস ইউনিভার্সের মুকুট পরিয়ে দিয়েছেন গত বছর অর্থাৎ ২০২০ সালের মিস ইউনিভার্সের খেতাবজয়ী মেক্সিকোর সুন্দরী আন্দ্রিয়া মেজা। এই জয়ের পর হারনাজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন লারা দত্ত। এবং হারনাজকে তিনি তাঁদের মিস ইউনিভার্স ক্লাবে স্বাগত জানিয়েছেন।