বিদেশের খবর
২০১৯ ও ২০২১ এর পরে এবার ২০২৩ আবারো ৪৫ টি ব্যাগে মানুষের দেহাংশ পাওয়া গেছে

বেঙ্গল এক্সপ্রেস: একটি কেরি বেগে হাত অপর টিতে পা এই রকম করে ৪৫টি কেরি বেগে শরীরের বিভিন্ন অঙ্গ খুঁজে পাওয়া গিয়েছে একটি খাতের ধার থেকে। গত বিষয় মে থেকে নিখোঁজ মেক্সিকো সিটির একটি কল সেন্টারে সাতজন কর্মী। তাদের তল্লাশীর খোঁজ চালানোর সময় দেহাংশ ভর্তি ৪৫টি ব্যাগ উদ্ধার করেছেন তদন্তকারীরা।
পশ্চিম মেক্সিকোর জালিস্কোতের স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে, মানুষের দেহাংশ ঘটতে ৪৫টি ব্যাগ উদ্ধার হয়েছে পুরুষ ও মহিলা উভয়ের দেহাংশ রয়েছে সেই ব্যাগ গুলিতে। মেক্সিকোর জুলিস্কোতে ওই এলাকাতেই ছিল একটি কল সেন্টার সেইখানে কাজ করতেন সেই সাতজন তাদের বয়স সবারই ৩০ বছরের আশেপাশে। জানা গিয়েছে যে, এই কল সেন্টার থেকে অবৈধ কাজকর্ম করা হতো। এমনকি সে কল সেন্টারে রক্তমাখা চাদর, গাজা ও আরো বিভিন্ন মাদক জাতীয় দ্রব্য পাওয়া গেছে।
আরও পড়ুন-প্রিয়জনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এলো যশ ও নুসরাত এর পরিবারে
মৃত দেহাংশ গুলির ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে, ঠিক কত জনের দেহ ওখানে রয়েছে তা জানার চেষ্টা চলছে। ২০২১ সালে ওই একই জায়গা থেকে ৭০ টি ব্যাগ পাওয়া গিয়েছিল যার মধ্যে মানুষের দেহাংশ রয়েছিল। এবং তারও আগে ২০১৯ সালে ২৯ জনের দেহাংশ ছিল ১১৯ টি ব্যাগে ভর্তি ছিল সে ২৯ জনের দেহ। মেক্সিকোর এই অঞ্চলে দুষ্কৃতী এবং মাদক মাফিয়ারা সক্রিয় বলে স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট উঠে এসেছে।