১৯১ দিন পর রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়াল দু'জার! কলকাতাতেই সংক্রমিত ১০৯০
Connect with us

দেশের খবর

১৯১ দিন পর রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়াল দু’জার! কলকাতাতেই সংক্রমিত ১০৯০

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশের পাশাপাশি রাজ্যেও বাড়ল করোনার সংক্রমণ। রাজ্যে দৈনিক সংক্রমণের হার এক ধাক্কায় বেড়ে সাড়ে পাঁচ শতাংশের কাছাকাছি পৌঁছে গেল। বুধবারই রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা হাজারের গণ্ডি পেরিয়ে ছিল। বৃহস্পতিবার সেই সংখ্যাটা প্রায় দ্বিগুণ বাড়ল।

রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ১২৮ জন। ১৯১ দিন পর রাজ্যে আবার ২ হাজারের গণ্ডি টপকালো সংক্রমণ। এর মধ্যে শুধু মাত্র কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯০ জন। উত্তর ২৪ পরগনায় ৩১৫ জন, হাওড়াতে ১৫৮ জন, পশ্চিম বর্ধমানে ১২১ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১০৬ জন, হুগলিতে ৯১ জন আক্রান্ত হয়েছেন। বাকি সব জেলাতেই পঞ্চাশের নিচে রয়েছে সংক্রমণ। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৬ লক্ষ ৩৫ হাজার ৩৪ জন। শিয়ালদহর আর আহমেদ ডেন্টাল হসপিটালের ১২ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। প্রত্যেককেই রাখা হয়েছে আইসোলেশনে।

আক্রান্ত চিকিৎসকরা যাদের সংস্পর্শে এসেছেন, তাদের চিহ্নিত করার কাজ চলছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১২ জন করোনায় মারা গিয়েছেন। তারমধ্যে কলকাতায় চারজন মারা গিয়েছেন। দার্জিলিং, হুগলি ও উত্তর ২৪ পরগনায় দু’জন করে মারা গিয়েছেন। পশ্চিম বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনায় একজন করে মারা গিয়েছেন। এখনও পর্যন্ত রাজ্যে করোনার বলি হয়েছেন মোট ১৯ হাজার ৭৫৭ জন। বৃহস্পতিবার রাজ্যে দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ৫.৪৭ শতাংশ। বৃহস্পতিবার রাজ্যে সংক্রমণমুক্ত হয়েছেন ১ হাজার ৬৭ জন। সংক্রমণ বাড়ায় রাজ্যে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সক্রিয় রোগী বেড়েছে ১ হাজার ৪৯ জন।

Advertisement

এই মুহূর্তে রাজ্যে সক্রিয় রোগী রয়েছেন ৮ হাজার ৭৭৬ জন। এর মধ্যে কলকাতায় সক্রিয় রোগী বেড়ে হয়েছে ৩ হাজার ৫৯৫ জন। উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পশ্চিম বর্ধমানেও বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৩৮ হাজার ৮৯৮ জনের। এখনও পর্যন্ত রাজ্যে মোট টেস্ট হয়েছে ২ কোটি ১৩ লক্ষ ৫১ হাজার ৫৯ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার টিকা নিয়েছেন ৪ লক্ষ ২১ হাজার ৪৪১ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট টিকাকরণ হয়েছে ১০ কোটি ৩০ লক্ষ ৫৮ হাজার ৮৫৯ জনের।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.