প্রাক্তন অর্থমন্ত্রী থেকে উবের চালক, দেশ তালিনবানি কব্জায় যেতেই স্টিয়ারিংয়ে হাত মন্ত্রীর
Connect with us

আন্তর্জাতিক

প্রাক্তন অর্থমন্ত্রী থেকে উবের চালক, দেশ তালিনবানি কব্জায় যেতেই স্টিয়ারিংয়ে হাত মন্ত্রীর

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ছিলেন দেশের অর্থমন্ত্রী। ভাগ্যের পরিহাসে হয়ে গেলেন সামান্য উবের ড্রাইভার (Uber Driver)! মন্ত্রী থেকে কী করে উবের চালক? পুরো গল্পটি শুনলে আঁতকে উঠবেন আপনিও। যে দেশের অর্থমন্ত্রীর কথা বলছি সেটা খুব অপরিচিত কোনও দেশ নয়। গত ডিসেম্বর মাস থেকেই সংবাদ শিরোনামে রয়েছে সেই দেশের নাম। আর সেটি হল সুদূর আফগানিস্তান (Afghanistan)।

আজ্ঞে হ্যাঁ! ঠিকই শুনেছেন। গত ডিসেম্বর মাসে প্রায় দু’দশক পর আফগানিস্তানের শাসন ক্ষমতা কায়েম করেছে তালিবান। আর তারপর থেকেই আফগানদের জীবনে নেমে এসেছে দুর্দশার চরম অন্ধকার। তালিবানি শাসনের হাত থেকে বাঁচতে শুধু সেখানকার সাধারণ মানুষজন নন, দেশ ছেঁড়ে পালিয়েছেন সে দেশের নেতামন্ত্রীরাও। আর এই দেশ ত্যাগীদের তালিকায় রয়েছেন আফগানিস্তানের প্রাক্তন অর্থমন্ত্রী খলিদ পায়েন্দা (Khalid Payenda)। বছর ৪০ এর এই অর্থমন্ত্রী আফগানিস্তান তালিবান কব্জায় যাওয়ার এক সপ্তাহ আগে আফগান প্রেসিডেন্ট আসরফ ঘনির সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় তিনি তাঁর পদ থেকে ইস্তফা দেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানের শিয়ালকোট সেনাঘাঁটিতে পরপর বিস্ফোরণ, ঘণীভূত হচ্ছে ইমরান খানের সরকার পতনের রহস্য

Advertisement

সোমবার একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, দেশত্যাগী এই প্রাক্তন অর্থমন্ত্রী এখন আমেরিকার রাজধানী শহর ওয়াশিংটন ডিসি-তে উবের চালাচ্ছেন। শুধু তাই নয়, তাঁর প্রতিদিনের উপার্জন সম্পর্কে বলতে গিয়ে, পায়েন্ডা ‘ওয়াশিংটন পোস্টকে’ বলেন যে, ”এই সপ্তাহের শুরুর এক রাতে তিনি “ছয় ঘণ্টা কাজের জন্য $১৫০ এর একটু বেশি উপার্জন করেছেন। আফগানিস্তানে, তিনি একবার মার্কিন-সমর্থিত $৬ বিলিয়ন বাজেটের তদারকি করেছিলেন।”

আরও পড়ুন: লকডাউন করেও রোখা যাচ্ছে না সংক্রমণের দাপট, চিনে করোনায় নতুন করে মৃত ২

জানা গিয়েছে, বর্তমানে পায়েন্ডা শুধুই উবের চালান না। তিনি ওয়াশিংটন ডিসির জর্জটাউন নামের একটি ইউনিভার্সিটিতে বিদেশীদের পড়াচ্ছেনও। তবে দেশের মাটি ছেড়ে মার্কিন মুলুকে পরিবারের সঙ্গে থাকলেও সব সময় একাকিত্ব বোধ করেন তিনি। এখানে মাথার গোঁজার ঠাই হলেও দেশের বর্তমান অবস্থার কথা ভেবে এখনও বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে তাঁর। শুধু তাই নয়, তালিবানিদের হাত থেকে রক্ষা পেতে যেভাবে আফগান শরণার্থীদের আমেরিকা সাহায্য করেছে সেই প্রশংসাও শোনা যায় খলিদ পায়েন্ডার মুখে। তবে কাবুলিওয়ালার দেশে তালিবানি অধ্যায় আর শেষ হবে কি না তা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.