বিনোদন
জীবন সঙ্গীর খোঁজে রাস্তায় হোর্ডিং দিয়ে বিজ্ঞাপন পাত্রের!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এখন বিবাহযোগ্য পাত্র বা পাত্রীর খোঁজে হাপিত্যেশ করতে হয় না। এখন সংবাদপত্রে পাত্রপাত্রীর বিজ্ঞাপন প্রতিদিনের জন্য পাকাপাকিভাবে নির্দিষ্ট জায়গা করে নিয়েছে। আর এখন তো আবার এসেছে হাজারো একটা ম্যাট্রিমনিয়াল সাইট। সেখান থেকেই সকলে মনের মতো জীবনসঙ্গী বেছে নিচ্ছেন।
কিন্তু এই আধুনিক যুগেও পাত্রী চাই বলে রাস্তায় হোর্ডিং! গল্প নয়, ঘোরতর বাস্তব। ব্রিটেন নিবাসী মহম্মদ মালিক এমনই কাণ্ড ঘটিয়েছেন। নিজের জীবনসঙ্গীনীর খোঁজে ২৯ বছরের এই যুবক বার্মিংহামের একাধিক এলাকায় এবং রাস্তায় হোর্ডিংয়, বিলবোর্ড দিয়ে নিজের বিজ্ঞাপন দিয়েছেন। নিজের সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়ার পাশাপাশি তাঁর কেমন পাত্রী চাই তাও বিজ্ঞাপনে জানিয়েছেন মালিক। ওই যুবক নিজের সম্পর্কে জানিয়েছেন, তাঁর উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। ছিপছিপে চেহারা। পেশায় লন্ডনের শিল্পোদ্যোগী তার সঙ্গে আবার ইনোভেশন কনসালট্যান্টও। তিনি একজন সৃষ্টিশীল মানুষ এবং বেহিসাবী এবং খাপছাড়া কাজ করতে ভালোবাসেন। এতদিনেও যে উপযুক্ত পাত্রী জোটেনি, তা বিজ্ঞাপনের স্বীকার করে নিয়ে মালিক লিখেছেন, ‘যোগ্য পাত্রী এখনও খুঁজে পাইনি। কাজটা বেশ কঠিন।
‘ পাত্রীর সন্ধান করতে সব পথই অবলম্বন করেছেন। কোনও কিছুতেই মনের মতো জীবনসঙ্গী খুঁজে না পাওয়ায় অবশেষে নিজের ঢাক নিজে পিটিয়েই বিজ্ঞাপন দিতে বাধ্য হয়েছেন। মালিক জানিয়েছেন, ‘রিস্তা আন্টি’ অর্থাৎ মহিলা ঘটকদেরও দ্বারস্থ হয়েছেন। কিন্তু লাভ হয়নি। তাই শুধু নিজের চেষ্টার জোরে কাউকে খুঁজে পেতেই এই অভিনব উদ্যোগ বলে জানিয়েছেন মালিক।কেমন পাত্রী চাই! মালিকের মতে যে কোনও জাতির হলেও চলবে, কিন্তু মুসলিম হলে ভালো হয়। তবে, বিশ্বাসী, ব্যক্তিত্বময়ী নারীই তাঁর কাছে আদর্শ স্ত্রী। অন্য সব গুণের থেকে এগুলিই বেশি গুরুত্বপূর্ণ মালিকের কাছে। বিজ্ঞাপনে মালিক লিখেছেন, ‘অ্যারেঞ্জড ম্যারেজ থেকে বাঁচাও আমায়।’ যোগ্য জীবনসঙ্গিনীর খোঁজে ‘ফাইন্ডমালিকঅ্যাওয়াইফ’ নামে একটি ওয়েবসাইটও খুলেছেন তিনি। তাতে একট ভিডিও পোস্ট করেছেন। সেখানে মালিক বলেছেন, ‘আগ্রহী হলে ওয়েবসাইটে দেওয়া ফর্ম পূরণ করুন।’ আর এই বিজ্ঞাপনে ভালোই সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন মালিক।