দেশের খবর
দেশে একদিনে আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ ছাড়িয়ে গেল!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা বিশ্বজুড়ে আতঙ্কের নাম ওমিক্রন। বিশ্বের প্রায় প্রত্যেক দেশেই ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস। ওমিক্রন হানা দিতেই করোনা আকান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। করোনা এবং ওমিক্রন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য একের পর এক পদক্ষেপ গ্রহণ করে চলেছে সরকার।
বৈদেশিক উড়ানে ফেরা নাগরিকদের বিমানবন্দরে টেস্ট করার ব্যবস্থ্যা করা হয়েছে। জারি হয়েছে করোনার কঠোর বিধি নিষেধ। কিন্তু দেখা যাচ্ছে তা সত্বেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ ছাড়িয়ে গেল। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৫৯ হাজার ৬৩২ জন। দেশে একদিনে সংক্রমণের সংখ্যা বাড়ল প্রায় ১২ শতাংশ। এর মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই আক্রান্ত হয়েছেন ৪১ হাজারের বেশি মানুষ। তার মধ্যে মুম্বইয়েই আক্রান্ত ২০ হাজার ৩১৮ জন। তার পরই রয়েছে দিল্লি। রাজধানীতে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১৮১ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৫৫ লক্ষ ২৮ হাজার ৪জন।
গত একদিনে দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ৫.১৫ শতাংশ। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩২৭ জনের। এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৮৩ হাজার ৭৯০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ্য হয়ে উঠেছেন ৪০ হাজার ৮৬৩ জন। দেশে করোনার সক্রিয় রোগী রয়েছেন ৫ লক্ষ ৯০ হাজার ৬১১ জন। এখনও পর্যন্ত করোনার হাত থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ৩ কোটি ৪৪ লক্ষ ৫৩ হাজার ৬০৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লক্ষ ৬৩ হাজার ৫৬৬টি। এখনও পর্যন্ত দেশে মোট টেস্ট হয়েছে ৬৯ কোটি ৩৪ হাজার ৫২৫ জনের।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৮৯ লক্ষ ২৮ হাজার ৩১৬ জন। এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে মোট ১৫১ কোটি ৫৭ লক্ষ ৬০ হাজার ৬৪৫ জনের। করোনার পাশাপাশি দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৫৫২ জন। এই মুহূর্তে দেশে মোট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬২৩। দেশের ২৭ রাজ্যে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। এরমধ্যে ওমিক্রনে সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেই রাজ্যে করোনার এই নতুন প্রজাতিতে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক হাজার ৯ জন। দিল্লিতে আক্রান্ত হয়েছেন ৫১৩ জন। এখনও পর্যন্ত দেশে ওমিক্রন থেকে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৪০৯ জন।