Uncategorized
পুরোহিতের ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দুঃসাহসিক চুরি মালদহে!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পুরোহিতের ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দুঃসাহসিক চুরি। ঘটনায় চাঞ্চল্য মালদহের বামনগোলা থানার পাকুয়াহাট এলাকায়। সোনার অলংকার, নগদ টাকা সহ বাসনপত্র নিয়ে চম্পট দেয় চোরেরা। ঘটোনার তদন্তে নেমেছে বামনগোলা থানার পুলিশ।
জানা গিয়েছে, শনিবার গভীর রাতে পাকুয়াহাট এলাকার বাসিন্দা সুবোধ পাণ্ডের বাড়িতে ঘটনাটি ঘটে। রবিবার সকালে ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বুধবার গৃহকর্তা সুবোধ পাণ্ডের বাবা মারা যাওয়ার কারণে পরিবার নিয়ে গ্রামের বাড়ি বিহারে যান সুবোধ পাণ্ডে। এদিকে বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে শনিবার গভীর রাতে সুবোধ বাবুর বাড়ির সদর দরজার তালা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে চোরেরা।
বাড়ির ভিতরের সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আলমারি ভেঙে দুই থেকে তিন ভোরি সোনার অলংকার, নগদ টাকা সহ বাসনপত্র নিয়ে চম্পট দেয় চোরেরা। সব মিলিয়ে প্রায় দুই থেকে তিন লক্ষ্য টাকার সামগ্রি খোয়া গিয়েছে বলে অনুমান পুরোহিতের আত্মীয়ের। রবিবার সকালে বাড়ির তালা ভাঙা দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। খবর দেওয়া হয় গৃহ কর্তাকে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এদিকে এলাকায় চুরির ঘটনায় আতঙ্কিত প্রতিবেশীরা। প্রশ্ন উঠছে পুলিশি নিরাপত্তা নিয়েও।