নন্দীগ্রামের খালে মৎস্যজীবীর জালে ধরা পড়ল পূর্ণবয়স্ক কুমির!
Connect with us

বাংলার খবর

নন্দীগ্রামের খালে মৎস্যজীবীর জালে ধরা পড়ল পূর্ণবয়স্ক কুমির!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সোনাচূড়া এলাকার কাঁটাখালি খাল থেকে উদ্ধার হল কুমির। মৎস্যজীবীদের মাছের জালেই ধরা পড়ে বৃহৎ আকৃতির কুমিরটি। জীবনের ঝুঁকি নিয়ে মৎস্যজীবীরাই কুমিরটিকে ধরে ডাঙায় তোলেন। স্থানীয়রাই কুমিরটিকে প্রথমে দেখতে পেয়ে খেজুরি বনদফতরকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে বনদফতরের আধিকারিকরা এসে কুমিরটিকে উদ্ধার করে খাঁচা বন্দী করে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় মৎস্যজীবি বিশ্বজিৎ ধাপড় কাঁটাখালি খালে মাছ ধরার জন্য জাল ফেলেছিলেন। আচমকাই জালে বিশাল কিছু আটকে পড়ে ছটফট করতে থাকে। বড় কিছু ধরা পড়েছে বুঝতে পেরে ধীরে ধীরে জালটি টেনে ওপরে তুলতেই তাঁর চক্ষু চড়কগাছ। এত বড় কুমির কোথা থেকে এল, তা নিয়ে রীতিমতো চিন্তিত এলাকার মানুষ। মনে করা হচ্ছে সাম্প্রতিক কালের প্রাকৃতিক দুর্যোগের সময় কুমিরটি কোনও ভাবে নন্দীগ্রামের দিকে চলে এসেছিল। আমফানের পর খেজুরি এবং বাজকুল এলাকা থেকে তিনটি নোনাজলের কুমিরের বাচ্চা উদ্ধার হয়েছিল। তবে পূর্ণবয়স্ক কুমির এই প্রথম উদ্ধার হল। কুমিরটিকে দেখতে ভিড় জমে যায়।