বাংলার খবর
উচ্চ মাধ্যমিকেও জেলায়-জেলায় জয়জয়াকার, প্রথম হয়ে উচ্ছ্বসিত অদিশা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পরীক্ষা শেষের মাত্র ৪৪ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল। ৫০০ এর মধ্যে ৪৯৮ নম্বর পেয়ে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে কোচবিহারের অদিশা দেবশর্মা। অদিশা কোচবিহার সোনিদেবী জৈন হাইস্কুলের ছাত্রী। তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত বাবা-মা থেকে স্কুলের সবাই।
এদিন উচ্চ মাধ্যমিকে প্রথম হয়ে সাংবাদিকদের অদিশা জানায়, ”ভালো রেজাল্ট করব ভেবেছিলাম। এত ভালো হবে ভাবতে পারিনি।” তার আরও বক্তব্য, ‘বাবা-মা অথবা পরিবার-পরিজন কিংবা আত্মীয়-স্বজন কেউই আমাকে কখনও প্রথম হওয়ার জন্য চাপ দেননি।
শুধু উচ্চমাধ্যমিক নয়, অদিশার ভালো ফলাফল মাধ্যমিক থেকেই বহমান। মাধ্যমিকে ৬৭৮ নম্বর পেয়ে ভালো রেজাল্ট করেছিল অদিশা। তবে উচ্চমাধ্যমিকে যে এত ভালো রেজাল্ট হবে তা মোটেই ভাবেনি সে। এদিন ফলাফল প্রকাশের পরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সে। নিজের বিদ্যালয়কেও ধন্যবাদ জানিয়েছে অদিশা।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে রাজ্যে প্রথম কোচবিহারের অদিশা দেবশর্মা
প্রসঙ্গত, এ বছর উচ্চ মাধ্যমিকে প্রথম দশে রয়েছে ২৭২ জন। প্রথম হয়েছে অদীশা দেবশর্মা। প্রাপ্ত নম্বর ৪৯৮। দিনহাটা শনিদেবী জৈন হাইস্কুলের ছাত্রী সে। দ্বিতীয় হয়েছে পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত। তার প্রাপ্ত নম্বর ৪৯৭। তৃতীয় স্থানে রয়েছে পাঠভবনের রহিন সেন সহ আরও ৪ জন। যুগ্মভাবে তৃতীয় হয়েছে কাটোয়ার অভীক দাস (৪৯৬)। উচ্চ মাধ্যমিকের মতই মাধ্যমিকেও প্রথম দশে ছিল সে।
আরও পড়ুন: HS Result 2022: বেলা ১২’টা থেকে জানা যাবে ফলাফল, পাশের হারে এগিয়ে বাংলার ৭ জেলা
উচ্চ মাধ্যমিকে চতুর্থ স্থানে রয়েছে ৮ জন। তার মধ্যে পশ্চিম মেদিনীপুরের ৩ জন। পঞ্চম স্থানে রয়েছে ১১ জন। ষষ্ঠ স্থানে ৩২ জন। সপ্তম স্থানে ৩৭ জন। অষ্টম স্থানে ৫৫ জন। নবম স্থানে ৫৪ জন। তাদের প্রাপ্ত নম্বর ৪৯০। দশম হয়েছে ৬৯ জন। তাদের প্রাপ্ত নম্বর ৪৮৯।