রাজনীতি
বহরমপুরে আক্রান্ত কংগ্রেস নেতা, তৃণমূলকেই কাঠগড়ায় তুললেন অধীর চৌধুরী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বাড়িতে ফেরার পথে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন মুর্শিদাবাদের কংগ্রেস নেতা হিরু হালদার। তিনি কংগ্রেসের এসটি-এসসি সেলের জেলা সভাপতি। জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে বহরমপুরের সৈদাবাদ এলাকা থেকে কুঞ্জঘাটায় নিজের বাড়ি ফিরছিলেন হিরু।
অভিযোগ, সৈদাবাদ মোড়ে তাঁর ওপর হামলা চালায় আট-ন’জন সশস্ত্র দুষ্কৃতী।তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আরও দুই কংগ্রেস কর্মী। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হিরু। তাঁর অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে আক্রান্ত কর্মীকে দেখতে হাসপাতালে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি। এদিন বহরমপুরের সাংসদ বলেছেন, ‘বহরমপুরে টাউন কংগ্রেসের একটা বড় জমায়েত ছিল।
তা দেখে পুরভোটে তৃণমূল কংগ্রেসের চিন্তা বেড়েছে। তারা বহরমপুর শহরে আবার কংগ্রেসের শক্তিবৃদ্ধি দেখতে চাইছে না। সেকারণেই তৃণমূল কংগ্রেসের তরফে এই হামলা চালানো হয়েছে।’ যদিও এই অভিযোগ অস্বীকার করেন বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি নাড়ুগোপাল মুখোপাধ্যায়। পুরোনো কোনও শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে বলে মনে করছেন তিনি।