'মোদিকে খুশি করতে গোয়ায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী', তোপ অধীরের
Connect with us

বাংলার খবর

‘মোদিকে খুশি করতে গোয়ায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী’, তোপ অধীরের

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পঞ্জাবে সরকার বিরোধী মানসিকতার ভোটই হারের জন্য দায়ী। কংগ্রেস (Congress) চেষ্টা করেও তা মেরামত করতে পারেনি। বৃহস্পতিবার পঞ্জাব বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে ব্যাখা করলেন লোকসভায় কংগ্রেস নেতা সাংসদ অধীর চৌধুরী। আপ পঞ্জাবে বিরোধী দল হিসেবে এবং কৃষক আন্দোলনের পক্ষ নেওয়ায় তার ফল পেয়েছে বলেও দাবিও করেন তিনি। জাতীয় রাজনীতিতে আপ একটি প্রাসঙ্গিক মুখ হয়ে উঠছে বলে এদিন মন্তব্য করেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)

তিনি আরও বলেন, ”তৃণমূল কংগ্রেসের নেতারা এবার বিজেপিতে (BJP) চলে যাবে তাই তৃণমূল কংগ্রেসের বিজেপিতে সংযুক্তির সম্ভাবনা তৈরী হয়েছে।” বৃহস্পতিবার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর চৌধুরী। বাংলার মুখ্যমন্ত্রীর ইউপি ও গোয়ায় রাজনৈতিক অংশগ্রহণ নিয়েও এদিন কটাক্ষ করেছেন তিনি।

জাতীয় রাজনীতিতে কংগ্রেস দূর্বল বলে স্বীকার করে নিয়েছেন অধীর চৌধুরী।পর পর দুটি লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে এই মন্তব্য করেও লড়াইয়ের ময়দান কংগ্রেস ছাড়ছে না বলে উল্লেখ করেন তিনি। এদিন বহরমপুরে সাংবাদিক সম্মেলনে অধীর বাবু বলেন, কোথাও হার হতে পারে, জিতও হতে পারে তবে বিজেপির বিরুদ্ধে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কংগ্রেসের লড়াই থামবে না।

Advertisement

আরও পড়ুন: সরকার গড়ার পথে আপ, টুইট করে হার স্বীকার করলেন অমরিন্দ্রর-নভজ্যোৎ সিধুরা

সরকারি সহযোগিতা প্রাপকেদের একত্রিত হওয়া বহুজন সমাজবাদী পার্টির পক্ষান্তরে বিজেপিকে সাহায্যকরা উত্তরপ্রদেশ বিজেপির (BJP) জয়ের কারণ বলে জানিয়েছেন অধীর চৌধুরী। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বৃহস্পতিবার বহরমপুরে সাংবাদিক সম্মেলন করেন অধীর চৌধুরী। উত্তরপ্রদেশ নির্বাচনে ধর্ম-লিঙ্গ নির্বিশেষে বেনিফিসিয়ারিরা একত্রিত হয়ে বিজেপিকে নির্বাচিত করেছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন : ঝাড়ুতেই সাফ বিরোধিরা, পঞ্জাবে সরকার গড়ার পথে আমআদমি পার্টি

Advertisement

গোয়ায় মোদিজীকে (Narenra Modi) খুশি করতে তাঁর নির্দেশে গোয়ায় যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গোয়ায় বিজেপির হারের সম্ভাবনার অনুমান এই রাজনৈতিক কৌশল বিজেপি নিয়েছিল বলে দাবি করেন অধীর চৌধুরী।শুধু তাই নয়, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে এদিন বহরমপুরে (Berhampore) সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে দাবি করেন, ”গোয়াতে (Goa) কংগ্রেসকে হারিয়ে মানুষের লাভ হল না।”

অন্যদিকে,  উত্তরপ্রদেশে বিরাট জয়। পঞ্জাব ছাড়া বাকি চার রাজ্য উত্তরাখণ্ড, মণিপুর গোয়াতেও এগিয়ে রয়েছে বিজেপি।পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের গণনা শুরু হতেই গেরুয়া ঝড়ের আভাস মিলেছিল। আর তারপরই উৎসবের আঁচ হুগলিতেও। গেরুয়া আবিরে আগাম হোলি,বাজনা নিয়ে মিছিল আর পথ চলতি মানুষকে লাড্ডু খাওয়ানো হল। হুগলির সাংগঠনিক জেলা সদর দফতর চুঁচুড়া তিন নং গেট থেকে বিজেপির এই মিছিল শহর প্রদক্ষিণ করে। 

Advertisement