এসএসসি তদন্তে হঠাৎই কলকাতায় অ্যাডিশনাল ডিরেক্টর সিবিআই, ডিজি সিআরপিএফ
Connect with us

বাংলার খবর

এসএসসি তদন্তে হঠাৎই কলকাতায় অ্যাডিশনাল ডিরেক্টর সিবিআই, ডিজি সিআরপিএফ

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নারদ-সারদা মামলায় রাজ্য সরকার বা শাসক দলকে এখনও সেইভাবে বিপাকে ফেলতে পারেনি। তাই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আর কোনরকম ফাঁক রাখতে চাইছে না সিবিআই।

এসএসসি নিয়োগে দুর্নীতি নিয়ে ক্রমশ চাপ বাড়ছে সরকারের। ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশে রাজ্যের দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পরেশ অধিকারীকে জেরা করার প্রক্রিয়া শুরু করেছে সিবিআই। গত বুধবার নিজাম প্যালেসে পার্থ চট্টোপাধ্যায়কে প্রায় তিন ঘণ্টা ধরে জেরা করেছিলেন সিবিআই আধিকারিকরা। বৃহস্পতিবার রাতে অনেক টালবাহানা ও নাটকের পর নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীও। তাঁকেও প্রায় তিন ঘণ্টা ধরে জেরা করা হয়। শুক্রবার আবারও এই দুই হেভিওয়েটকে জেরার জন্য তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এর মধ্যেই শুক্রবার সকালে দিল্লি থেকে নিজাম প্যালেসে এসে পৌঁছেছেন সিবিআই-এর অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনাগর এবং সিআরপিএফ-এর ডিজি। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার জন্যই উচ্চপদস্থ এই দুই কর্তা দিল্লি থেকে তড়িঘড়ি কলকাতায় এসেছেন, তাতে কোনও সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে এই বড় সিদ্ধান্তটা কী! তাহলে, এই দুই মন্ত্রীর মধ্যে কাউকে কি গ্রেফতার করা হবে! সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

‘রাখালের পালে বাঘ পড়ার’ মতোই এখন অবস্থা রাজ্য সরকারের। রীতিমতো সাঁড়াশি আক্রমণ শুরু করেছে সিবিআই। সারদা ও নারদ মামলায় সেইভাবে সাফল্য না আসায় এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় একটু বেশিই তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কোনও রকম ফাঁক রাখতে চাইছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শাসকদলের নেতা-নেত্রীরা প্রথম থেকেই অভিযোগ করে আসছে সিবিআই, ইডি-এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করে রাজ্য সরকারকে পর্যুদস্ত করার চেষ্টা করে যাচ্ছে বিজেপি পরিচালিত কেন্দ্র। বৃহস্পতিবার ঝাড়গ্রামের কর্মীসভার মঞ্চ থেকেও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় সংস্থাদের ব্যবহার করে রাজ্যকে হেনস্তা করার চেষ্টা চালাচ্ছে বিজেপি। তুঘলকি কান্ড চলছে। ভোট-পরবর্তী হিংসা, গরু ও কয়লা পাচার, বগটুইই, হাঁসখালি- সব মামলাতেই আদালতের নির্দেশে তদন্ত চালাচ্ছে সিবিআই। হেরিটেজ এলাকায় বেআইনি নির্মাণের অভিযোগে ২০১৮ সালের এক পুরনো মামলায় তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভার বিরুদ্ধেও বৃহস্পতিবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। তার সঙ্গে যুক্ত হয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা। রাজ্যের শাসকদলের অভিযোগ, ভোটে জিততে না পেরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে দিয়ে এবার চতুর্দিক থেকে ঘিরে রাজ্য সরকারকে পর্যুদস্ত করার ছক কষেছে কেন্দ্রের বিজেপি সরকার। আর সেই কারণেই কেন্দ্রীয় সংস্থাগুলোর হঠাৎ এই তৎপরতা। গতি প্রকৃতি যে দিকে এগোচ্ছে তাতে এবার প্রাথমিকে শিক্ষক নিয়োগেও দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তাও এবার আতশ কাচের তলায় আসতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.