বাংলার খবর
তাজপুর বন্দরে বিনিয়োগ নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক আদানি পুত্রর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আদনি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানির পুত্র করণ আদনির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে এই বৈঠক হয়। সূত্রের খবর, আদানি গোষ্ঠী পশ্চিমবঙ্গে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
এই নিয়ে আলোচনা হয় দু’পক্ষের মধ্যে। আগামী এপ্রিল মাসে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হবে কলকাতায়। ২০-২১ এপ্রিল, দু’দিন এই সম্মেলন হবে। আদানি গোষ্ঠী এই সম্মেলনে ঘোষণা করবে পশ্চিমবঙ্গের বিনিয়োগ নিয়ে। গৌতম আদানির পুত্র করন আদানি মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন। জানা গিয়েছে, তাজপুরে বন্দর তৈরি নিয়ে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে। আদানি পোর্টের চিফ এক্সিকিউটিভ অফিসার করন। তাজপুরে তৈরি হবে গভীর সমুদ্র বন্দর। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের শিল্প নিগম টেন্ডার ডেকেছিল। ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ টেন্ডার জমা দেয়ার শেষ দিন। মনে করা হচ্ছে, আদানিরা এই বন্দরের টেন্ডার দিয়েছে।
সম্ভবত সেই সংক্রান্ত আলোচনা করতেই মমতার সঙ্গে বৈঠকে বসেন আদানি গ্রুপের অন্যতম কর্ণধার। বৈঠকে ছিলেন রাজ্যে মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীও। গত বছরের শেষে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন খোদ গৌতম আদানি। তখনই তিনি তাজপুর বন্দরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছিলেন। এ দিনের এই বৈঠকের পর অনুমান করা হচ্ছে, আদানিরাই ওই বন্দর তৈরির দায়িত্ব পেতে পারেন। তবে নবান্নের তরফে এ বিষয়ে কিছু জানানো হয়নি। এই প্রকল্পে প্রত্যক্ষ ভাবে ১০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেই দাবি সরকারের। এক হাজার একর জমির ওপর তৈরি হবে এই সমুদ্র বন্দর। প্রথম পর্যায়ে ছ’টি বার্থ ও পরের পর্যায়ে আরও ন’টি বার্থ তৈরি হবে এই বন্দরে। সরকারের দাবি, পশ্চিমবঙ্গ ছাড়াও ত্রিপুরা, অসম, মিজোরাম-সহ একাধিক রাজ্যের বাণিজ্যের মূল প্রবেশদ্বার হয়ে উঠবে এই তাজপুর বন্দর।