বিনোদন
ভাঙা পা নিয়েই ৫০ দিন শ্যুটিং করার মাশুল গুনছেন অভিনেতা অঙ্কুশ!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ভাঙা পা নিয়েই ৫০ দিনে ধরে কাজ চালিয়ে গিয়েছিলেন অঙ্কুশ! সিনেমার শ্যুটিঙের পাশাপাশি ছিল রিয়েলিটি শো-এরও কাজ। বর্তমানে প্রায় শয্যাশায়ী অঙ্কুশ। এককথায় দারুণ কাহিল হয়ে পড়েছেন অভিনেতা। নাচের একটি জনপ্রিয় রিয়েলিটি শো-এর শ্যুটিং চলাকালীনই পা ভেঙেছিল।
পায়ে ফ্র্যাকচার যে হয়েছিল সেটা জানতেনও। তা সত্বেও সেই ভাঙা পা নিয়ে ৫০ দিনে ধরে সিনেমার শ্যুটিংয়ের পাশাপাশি রিয়েলিটি শো-এরও কাজও টানা করেছেন। সব সতর্কতা নিয়ে কাজ করলেও নিজের সেই ‘কীর্তি’-র মাশুল এবার দিতে হচ্ছে টলিউডের জনপ্রিয় হিরোকে। ব্যথা বেড়ে যাওয়ায় বাধ্য হয়েই বন্ধ রাখতে হয়েছে শ্যুটিং। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে অঙ্কুশ জানিয়েছেন, বর্তমানে তাঁর পায়ের ব্যথা এতটাই বেড়ে গিয়েছে যে তিনি পা পর্যন্ত নাড়াতে পারছেন না। রয়েছে মারাত্মক যন্ত্রণা। আপাতত তাঁকে ১০ দিনের মতো সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসক।
সেই নির্দেশই অক্ষরে অক্ষরে পালন করে চলেছেন তিনি। অভিনেতার কথাতেই জানা গেল প্রয়োজনে অস্ত্রোপচারও করতে হতে পারে। তবে সটুকুই নির্ভর করবে ১০ দিন বিশ্রাম নেওয়ার পর তাঁর পায়ের অবস্থা কীরকম থাকে, তার ওপর। তবে এর মধ্যেও ‘লাভ ম্যারেজ’ ছবির শ্যুটিং বন্ধ বলে মন খারাপ তাঁর। টলি-তারকার কথায়, ‘বাধ্য হয়েই লাভ ম্যারেজ- এর শুটিং কয়েক দিন বন্ধ রাখতে হচ্ছে। কারণ, চোটের অবস্থা খুবই খারাপ।’ জানিয়ে রাখা ভালো, ‘লাভ ম্যারেজ’ ছবিতে ঐন্দ্রিলার সঙ্গে ফের একবার জুটি বাঁধছেন অঙ্কুশ।
শনিবার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন অঙ্কুশ। সঙ্গে জুড়েছেন প্লাস্টার করা তাঁর ভাঙা পায়ের ছবিও। লিখেছেন, ‘ভাঙা পা নিয়েই ৫০ দিনের মতো কাজ চালিয়ে গিয়েছি একটানা। করতে হয়েছে স্টান্টও। কিছুটা দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করেছি বটে। তবে উপায় ছিল না। বিরতি নেওয়ার মতো পরিস্থিতিই ছিল না। আশা করি, আপনাদের ভালোবাসা এবং প্রার্থনার জেরে দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে পারব।’ অঙ্কুশের এই পোস্ট দেখে যারপরনাই উদ্বিগ্ন হয়ে উঠেছেন তাঁর অনুরাগীরা। তারকার শুভেচ্ছা ও সুস্থতা প্রার্থনা করে নেটিজেনরা কমেন্টে ভরিয়ে দিচ্ছেন।