নয়া আতঙ্ক 'অ্যাসিড পোকা', এক কামড়ে পুড়ে যাচ্ছে চামড়া
Connect with us

বাংলার খবর

নয়া আতঙ্ক ‘অ্যাসিড পোকা’, এক কামড়ে পুড়ে যাচ্ছে চামড়া

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ধুপগুড়ি শহরে অ্যাসিড পোকার আক্রমণ, খবর চাউর হতেই হইচই পড়ে গিয়েছে শহরে। শহরের ৭ নং ওয়ার্ডের সিনেমা হল পাড়ার বাসিন্দা এক যুবকের শরীরে ক্ষত দেখে তার পরিবারের সদস্যরা মনে করছেন তাকে অ্যাসিড পোকা আক্রমণ করেছে।

এখন নয়া আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে অ্যাসিড পোকার আক্রমণ। আক্রান্ত যুবক অর্ঘ্যজ্যোতি রায় জানিয়েছেন, গতকাল সকালে ঘুম থেকে উঠে স্নান করতে যাওয়ার সময় শরীরে ক্ষত দেখতে পায়। এরপর বৃহস্পতিবার ধূপগুড়ি হাসপাতালে গেলে চিকিৎসকরা তিন দিনের ওষুধ দিয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যুবকের বাবা নেপাল রায় জানিয়েছেন, ‘বিভিন্ন জায়গায় অ্যাসিড পোকার খবর মিলছে, তাই আমরা আতঙ্কে রয়েছি।’ যদিও স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, বিষয়টি এখনো পরিষ্কার নয়।

উল্লেখ্য, কিছুদিন আগেই দার্জিলিং জেলার বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ অ্যাসিড পোকার আক্রমণে বিধ্বস্ত। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের কয়েকজন পড়ুয়াও এই পোকার আক্রমণের শিকার হয়েছেন। চিকিৎসকদের সূত্রের খবর, এই পোকা এক ধরনের মাছি। যাকে নাইরোবি মাছিও বলা হয়ে থাকে। এই পোকার কামড়ে একাধিক মানুষ আক্রান্ত হচ্ছেন। নাইরোবি মাছির থেকে টক্সিন নামে এক ধরনের ক্ষতিকারক পদার্থ বেরোয়। আর তাতেই মানুষের চামড়ায় ফোসকা পড়ে যায়। পোকাটি কামড়ে হুল ফোটায়। পোকাটির শরীরে ‘পিডেরিন’ নামক বিষাক্ত ও ক্ষতিকর পদার্থ থাকে। যা মানুষের ত্বক এবং কোষের মারাত্মক ক্ষতি করে।

Advertisement