বাংলার খবর
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান সিপিআইএম নেতা অচ্যুতানন্দন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা বিশ্বজুড়ে আতঙ্কের আর এক নাম করোনা এবং ওমিক্রন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বহু মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। এবার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান সিপিআইএম নেতা তথা কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিএস অচ্যুতানন্দন।
দীর্ঘদিন তিনি কেরলের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন। তিরুবনন্তপুরমের এক হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গিয়েছে। কিছুদিন ধরেই বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। খবর পাওয়া গিয়েছে, শুক্রবার অচ্যুতানন্দের চিকিৎসার দায়িত্বে থাকা এক নার্সের শরীরে কিছু উপসর্গ দেখা যাওয়ায় করোনা টেস্ট করেন। এরপর ওই নার্সের করোনা রিপোর্ট পজেটিভ আসে।
খবর পাওয়া মাত্রই নড়েচড়ে বসে প্রশাসন। সমস্ত রকম কর্মসূচি আগেই বাতিল করেছিলেন তিনি। কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী অচ্যুতানন্দনের করোনা টেস্ট করা হয়। তাঁর রিপোর্ট পজেটিভ আসে। কিন্তু তাঁর শরীরে কোনও উপসর্গ নেই। তবুও কোনও ঝুঁকি না নিয়ে শুক্রবার তাঁকে হাসপাতালে ভর্তি করা। ৯৮ বছরের বর্ষীয়ান এই সিপিআইএম নেতাকে চিকিৎসক এবং নার্সরা পর্যবেক্ষণে রেখেছেন। নিজের করোনা রিপোর্ট পজেটিভ আসতেই টুইট করে সে কথা জানিয়েছেন অচ্যুতানন্দন। তাঁর সংস্পর্শে আসা সকল মানুষকে করোনা টেস্ট করতেও অনুরোধ করেছেন তিনি।