বাংলার খবর
গৃহবধূকে খুন করে দেহে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গৃহবধূকে খুন করে লাশ আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নং ব্লকের হাজরাহাট ১ নং গ্রাম পঞ্চায়েতের ছাট পখিহাগা এলাকায়। অভিযোগ রবিবার রাতে বিশাখা সরকার বিশ্বাস নামে এক গৃহবধূকে গলা টিপে মেরে ফেলে আগুন ধরিয়ে দেয় শ্বশুর বাড়ির লোকজন।
তারপরই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। রাতেই পুলিশ গিয়ে মৃত ওই গৃহবধূর শশুর বাড়ির লোকজনকে আটক করে এবং মৃতদেহ নিয়ে আসে মাথাভাঙ্গা থানায়। মৃত ওই গৃহবধূর বাবা সুশান্ত সরকারের অভিযোগ, প্রায়শই তাঁর মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন মারধর এবং শারিরীক নির্যাতন করত।এমনকি, বাবার বাড়িতেও আসতে দিত না ওই গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন। সুশান্ত বাবুর আরও অভিযোগ, তাঁর মেয়েকে শ্বশুরবাড়ির দুই সদস্য বিভিন্ন সময় কুপ্রস্তাবও দিত শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য। তারপর শনিবার রাতে তাঁর মেয়েকে মারধর করে মেরে ফেলে আগুন লাগিয়ে দেয় শ্বশুরবাড়ির লোকজন।
এ বিষয়ে তিনি মাথাভাঙা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে এবং ফরেনসিক দল এনে তদন্ত করা হবে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন গৃহবধূকে মেরে আগুন লাগিয়ে দেয়। রান্নাঘরে একটি কেরোসিন তেলের ড্রামও পাওয়া গিয়েছে বলে জানান গ্রামবাসীরা। অভিযুক্তের বাড়িতে জড়ো হয়ে অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি করেছে গ্রামবাসীরা।