দেশের খবর
আবু তাহেরের বিস্ফোরক দাবি! নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর হারের পিছনে অন্তর্ঘাত করেছিলেন নির্বাচনী এজেন্ট সেখ সুফিয়ান ও ব্লক সভাপতি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের পিছনে দলীয় অন্তর্ঘাত হয়েছিল বলে বিস্ফোরক দাবি করলেন নন্দীগ্রাম জমি আন্দোলনের অন্যতম নেতা ও নন্দীগ্রাম-২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আবু তাহের।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের পিছনে ব্লক সভাপতি স্বদেশ দাস ও মুখ্যমন্ত্রীর নির্বাচনী এজেন্ট সেখ সুফিয়ানকেই দায়ী করছেন আবু তাহের। তিনি দাবি করেছেন, নিজেরদের দোষ ঢাকতে অন্যের উপর দোষ চাপাচ্ছেন এই দু’জন। তাছাড়া তাহের বলেন, কাটমানির টাকা নিয়ে ব্লক সভাপতি কোটি টাকার বাড়ি করেছেন। আগামী পঞ্চায়েত ভোটের আগে এই স্বদেশ দাসই বিজেপিতে চলে যাবেন। একদা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ আবু তাহের মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের পিছনে অন্তর্ঘাতে জড়িত বলে উচ্চ নেতৃত্বের কাছে নালিশ করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাতেই বেজায় চটেছেন তাহের।
বৃহস্পতিবার নন্দীগ্রামের দাউদপুর অঞ্চলে দলের সম্মেলনে যোগ দিয়ে এই ভাবে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল নেতা আবু তাহের। তিনি বলেছেন, ‘আমার বুথ নেত্রীকে ৬২২ ভোট লিড দিয়েছে। কিন্তু স্বদেশবাবুকে তাঁর বুথে লিড কত জিজ্ঞাসা করলে তাঁর মুখ নীচু হয়ে যাবে। আমি সভাপতি হলে পদত্যাগ করতাম। ব্যর্থতা স্বীকার করে নিতাম। এত বড় নির্লজ্জ আমি দেখিনি। আর বিধানসভার কো-অর্ডিনেটর ছিলেন সুফিয়ান সাহেব। কেন আমরা হারলাম? রাজ্য এবং স্থানীয় কমিটিকে নিয়ে বসা উচিত ছিল তাঁর।
আমরা কলকাতায় গিয়ে নেত্রীর পরাজয়ের কারণ অনুসন্ধানের দাবি জানিয়ে ছিলাম রাজ্য নেতৃত্বের কাছে। কিন্তু ওঁরা তো সেই দাবি জানাননি। তারপরও নিজেদের ব্যর্থতার দায় অন্যের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আমার বিরুদ্ধে নোংরা খেলা খেলেছে দলের একাংশ। আমার সম্পর্কে মিথ্যা অপপ্রচার ও কুৎসা করা হয়েছে উচ্চ নেতৃত্বের কাছে।’ তাহেরের এই মন্তব্যর উত্তরে ব্লক সভাপতি স্বদেশ দাস বলেন, রাজ্য নেতৃত্ব জানেন কার জন্য কী হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রচারে একদিনও তাঁকে দেখা যায়নি।’ এই নিয়ে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তৃণমূলের গোষ্ঠী কোন্দলের বহিঃপ্রকাশ। পঞ্চায়েত ভোটে মানুষ এর যোগ্য জবাব দেবে।’