বাংলার খবর
প্রায় ১৯ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত শিলিগুড়িতে! ধৃত ৬

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শিলিগুড়িকে করিডর করে বড়সড় মাদক পাচারের ছক ভেস্তে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। তবে এক নয়, একইদিনে পৃথক দু’টি অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ ব্রাউন সুগার এবং হেরোইন। অন্যদিকে, পৃথক দুই মাদক পাচারের ঘটনায় গ্রেফতার হয়েছে মোট ৬ পাচারকারী।
পুলিশ সূত্রে খবর, বাজেয়াপ্ত করা ব্রাউন সুগার এবং হেরোইনের আনুমানিক বাজারদর ১৯ কোটি টাকা। বিশাল অঙ্কের মাদক পাচার রুখে এক প্রকার নজির গড়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। ইতিপূর্বে এত বড় সাফল্য মেলেনি বলেই খবর পুলিশ সূত্রে। পুলিশের নজর এড়াতে অভিনব পন্থায় মাদক পাচারের ছক কষেছিল পাচারকারীরা। যদিও শেষ রক্ষা হয়নি। এসটিএফের জালে ধরা পড়ে যায় দুই পাচারকারী। ধৃতদের মধ্যে একজন মণিপুর, অন্যজন ঝাড়খন্ডের বাসিন্দা। এসটিএফ সূত্রে খবর, নির্দিষ্ট খবরের ভিত্তিতে এনজেপি থানা এলাকায় অভিযান চালিয়ে জাতীয় সড়কে একটি ট্রাক আটক করে তল্লাশি চালাতেই হদিস মেলে আড়াই কেজি হেরোইনের।
ট্রাকে গোপন চেম্বার তৈরি করে ওই মাদক লুকিয়ে রাখা হয়েছিল। প্রাথমিক তদন্তে এটিএফ কর্তারা জানতে পেরেছেন, মণিপুর থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ওই বিপুল পরিমাণ হেরোইন। যার আনুমানিক বাজার মূল্য ১২ কোটি টাকা। অন্যদিকে, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং আশিঘর আউট পোস্টের যৌথ অভিযানে বাজেয়াপ্ত হয়েছে প্রায় সাড়ে ৩ কোজি ব্রাউন সুগার। যার আনুমানিক বাজারদর ৭ কোটি টাকা। জানা গিয়েছে, আশিঘর আউট পোস্ট সংলগ্ন কানকাটা মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই বিপুল পরিমাণ ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে চারজনকে। ধৃতরা দার্জিলিং জেলার মাটিগাড়ার বাসিন্দা মহম্মদ মেহেরুল, নদীয়ার কমল শেখ, দক্ষিণ ২৪ পরগনার মনিরুল ইসলাম, এবং সামসুল আলম। পৃথক দু’টি মাদক উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে তদন্ত। খতিয়ে দেখা হচ্ছে এই মাদক পাচার চক্রের পিছনে কে বা কারা জড়িত রয়েছে।