রাজনীতি
ত্রিপুরায় আক্রান্ত দলীয় কর্মীর বাড়িতেই খাওয়া দাওয়া করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : গত বিধানসভা ভোটের আগে প্রচারে এসে রাজ্যের বিভিন্ন দলিয় কর্মীর বাড়িতে ছুটে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কখনও দলিয় কর্মীর বাড়িতে খাবার খেয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর খাবার খাওয়া নিয়ে বারবার কটাক্ষ করতে দেখা গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে।
বার বার কটাক্ষ করে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর খাবার আসে ফাইভ স্টার হোটেল থেকে! স্বরাষ্ট্রমন্ত্রীর দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজন করার পর বিজেপি কর্মীরা উজ্জীবিত হয়। সেই কারণেই বিধানসভা নির্বাচনে আসন বেড়ে ৩ থেকে ৭৭ পৌঁছে গিয়েছিল বলে গেরুয়া শিবির দাবি করে থাকে। রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর বিভিন্ন রাজ্যে সংগঠন বাড়ানোর দিকে নজর দিয়েছে তৃণমূল। আর এই সংগঠন বৃদ্ধি এবং দলীয় কর্মীদের উজ্জীবিত করতে এবার বিজেপির পন্থাই অবলম্বন করতে চলেছে তৃণমূল। রবিবার দু’দিনের সফরে ত্রিপুরা পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল সূত্রে খবর, ত্রিপুরায় দলীয় কর্মীর বাড়িতে দুপুরের খাবার খাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মসূচির পর পৌঁছে যাবেন দলীয় কর্মীর বাড়িতে। খিলিটালা তেলিমালা এলাকায় অনির্বাণ সরকারের বাড়িতে মধ্যান্যভোজন সারবেন। এরপর দলীয় কর্মসূচি শেষ করে সন্ধ্যায় তপন কুমার বিশ্বাসের বাড়িতে চা, জল খাবার খাবেন। তারপর যাবেন সঙ্গীতা বিশ্বাসের বাড়ি। রাতে দলীয় নেতাদের সঙ্গে সংগঠন নিয়ে বৈঠক করবেন।