বাংলার খবর
নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে চার দিনের গোয়া সফরে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়া বিধানসভা নির্বাচন। নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে চার দিনের জন্য গোয়া সফরে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২৬ জনুয়ারি তাঁর কলকাতায় ফেরার কথা।
৪০ আসন বিশিষ্ট গোয়া বিধানসভায় মহারাষ্ট্র গোমন্তক পার্টি ও শিবসেনার সঙ্গে আসন সমঝোতা করে লড়াই করছে তৃণমূল। ইতিমধ্যেই দু’দফায় নিজেদের আঠারোটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। ২৫টি আসনে তৃণমূল ও মহারাষ্ট্র গোমন্তক পার্টি প্রার্থী দিয়েছে। বাকি ১৫টি আসনে কোন রাজনৈতিক দল প্রার্থী দেবে, তা স্থির হতে পারে অভিষেকের এই সফরেই।
শনিবার সন্ধ্যায় গোয়া নির্বাচনে তাদের তারকা প্রচারকদের ৩০ জনের তালিকা ঘোষণা করেছে তৃণমূল। জাতীয় নির্বাচন কমিশনের কাছে সেই তালিকা ইতিমধ্যেই জমা দিয়েছেন তৃণমূলের মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সেই তালিকায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি নাম রয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা তৃণমূলের সহসভাপতি যশবন্ত সিং, হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, সাংসদ মহুয়া মৈত্র, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের। তারকা প্রচারকদের মধ্যে রয়েছেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ, প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডি’কুনহা, অভিনেত্রী নাফিসা আলি।