বাংলার খবর
পিঠ বাঁচাতে মেদিনীপুরকে দিল্লির কাছে বিক্রি করেছে, নাম না করে শুভেন্দুকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: হলদিয়ার রানীচকের সংহতি ময়দানে শ্রমিক জনসভায় যোগ দিয়ে ফের কেন্দ্রের মোদি সরকার তথা বিরোধীদের নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শনিবার হলদিয়ার রানীচকের জনসভায় উপস্থিত হয়ে তিনি বলেন, ”নিজেকে জেলার সর্বেসর্বা ভাবেন। একটা লোক আপনাদের বারোটা বাজিয়েছে ১১ বছর। তৃণমূলে থেকে শত্রুপক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছে। আমিই বলেছি। ১২ ঘণ্টার কাজ করিয়ে আট ঘণ্টার বেতন দেওয়া চলবে না। হলে মামলা হবে। হয় ঠিকাদারি করুন নয় তৃণমূল, দুটো এক সঙ্গে করতে হবে না। কোনও দাদার প্রতিনিধি নয়, নেত্রীর প্রতিনিধি হতে হবে। শ্রমিক সংগঠন করলে খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হতে হবে।”
আরও পড়ুন: ‘ভালোমন্দ রেঁধে আনত পালবাড়ির বউরা’, দাবি বাগদার টোটো চালকের স্ত্রীর
তিনি বলেন,” মানুষের দাবি নিয়ে নেতারা পথে নামুন। ১০০ দিন সময় দিন, একটাও ঠিকাদার থাকবে না।আমিও সৈনিক, আপনিও সৈনিক, নেত্রী মমতা। আগামীকাল থেকে কাজে নামুন। শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে পথে নামুন। কিছু হলেই সিবিআই লেলিয়ে দিচ্ছে।”
তিনি আরও বলেন, ”ইডি-সিবিআই থেকে বাঁচতে দিল্লির কাছে মেদিনীপুরকে বিক্রি করেছে। আপনাদের সবার বক্তব্য আমার কাছে আছে। আমরা দরজা খুললে ওদের দল উঠে যাবে। বাংলায় হেরে দিল্লিতে ডেকে পাঠাচ্ছ।”