বাংলার খবর
অপহৃত কৃষক উকিল বর্মনের ঘরে ফেরা: সীমান্ত রাজনীতিতে উত্তাল তৃণমূল-বিজেপি

বাংলাদেশিদের হাতে অপহৃত হওয়ার প্রায় একমাস পর ভারতে ফিরলেন কোচবিহারের কৃষক উকিল বর্মন। বুধবার রাতেই তাঁকে সীমান্ত এলাকা থেকে উদ্ধার করে ভারতের অমৃত বিএসএফ ক্যাম্পে আনা হয়। সেখানে পৌঁছতেই তাঁকে দেখতে আসেন মাথাভাঙ্গার এসডিপিও সহ বিশাল পুলিশ বাহিনী। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। শারীরিক পরীক্ষা শেষে বিএসএফ তাঁকে তুলে দেয় শীতলকুচি থানার পুলিশের হাতে। রাতেই পুলিশ ও বিএসএফের যৌথ উদ্যোগে তিনি পরিবারের কাছে পৌঁছে যান।
উল্লেখ্য, ১৬ এপ্রিল শীতলকুচি ব্লকের নগর সিংমারি সীমান্তে মাদক পাচারের সময় বিএসএফ জওয়ানের গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়। ঘটনার আধঘণ্টার মধ্যেই প্রতিবেশী বাংলাদেশি গ্রাম থেকে কৃষক উকিল বর্মনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। পরে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) তাঁকে উদ্ধার করে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার হাতে তুলে দেয়। আদালতের নির্দেশে উকিলবাবুকে রাখা হয় জেল হেফাজতে।
আরও পড়ুন – ভারতে আইফোন তৈরি বন্ধ করুন : অ্যাপলের CEO-কে কড়া বার্তা ট্রাম্পের
ফেরার পর উকিল বর্মনকে ঘিরে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক তৎপরতা। রাতেই তৃণমূল কংগ্রেসের জেলা নেতারা গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন ও মিষ্টিমুখ করান। যদিও তৃণমূল নেতৃত্ব স্পষ্ট করে কিছু বলতে চাননি কীভাবে তিনি ফিরে এলেন। তাঁদের দাবি, স্থানীয় নেতৃত্ব ও বাসিন্দাদের চাপেই এই মুক্তি সম্ভব হয়েছে।
অন্যদিকে, বিজেপির তরফে শীতলকুচির বিধায়ক শংকর ঘোষ ও নেত্রী মালতী রাভা সহ দলের প্রতিনিধিরা উকিল বর্মনের বাড়িতে যান। শংকর ঘোষ জানান, “দেশের সরকার এবং বিএসএফ যথাযথ ও সাহসী ভূমিকা পালন করেছে। সকলের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।”
এই ঘটনাকে কেন্দ্র করে আসন্ন নির্বাচনের আগে সীমান্ত রাজনীতিতে উত্তেজনার পারদ আরও চড়েছে বলেই মনে করা হচ্ছে।