দেশের খবর
ঝাড়ুতেই সাফ বিরোধিরা, পঞ্জাবে সরকার গড়ার পথে আমআদমি পার্টি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: Punjab Assembly Polls 2022: ভোটের রেজাল্ট বেরোতেই সকাল থেকেই চমকের পর চমক। দেশের পাঁচ রাজ্যে বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের ফল বেরোতেই দেখা গেল পঞ্জাবে সেভাবে পদ্মফুল ফোটাতে পারল না মোদি বাহিনী। যাবতীয় হিসেব উল্টে দিয়ে বুথ ফেরত ফলাফলের সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে পঞ্জাবে এবার সরকার গড়ার পথে আমআদমি পার্টি (AAP)।
এদিকে পঞ্জাবে ভোটের ময়দানে আমআদমি পার্টির সাফল্যকে ঐতিহাসিক জয় বলে উল্লেখ করলেন পঞ্জাবের আমআদমি দলের কো-ইনচার্জ রাঘব চাড্ডা। এদিন ভোটের রেজাল্ট বেরোতেই সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকারে তিনি বলেন, ”আজকের দিনটি ‘আমআদমি’ পার্টির কাছে একটি ঐতিহাসিক দিন বটে। তবে আপেদের আরও একটি রাজ্য জয় শুধুমাত্র ঐতিহাসিক নয়, অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে আগামী দিনে এই দল জাতীয় দলে পরিণত হবে।” তিনি আরও বলেন, ” দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হলেন বিজেপির (BJP) প্রধান প্রতিপক্ষ এবং কংগ্রেসের (Congress) রিপ্লেসমেন্ট।”
তিনি আরও বলেন, ”আগামী দিনে আমাদের পার্টি প্রকৃত পার্টি হিসেবে উঠে আসবে এবং ভবিষ্যতে কংগ্রেসের বিরোধি প্রধান মুখ হয়ে উঠবে।” এদিকে পঞ্জাবে এই প্রথম আমআদমি পার্টি ক্ষমতায় এলো। অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে পঞ্জাবের ধৌড়ি থেকে নির্বাচনী লড়াইয়ে বিজেপির বিরুদ্ধে মাঠে নেমেছিলেন আপ প্রার্থী ভগৎ মান। এদিন তিনি তাঁর নির্বাচনী কেন্দ্র থেকে ১১৭টি আসনে জিতেছেন। তবে এই প্রথম আপ নয়, পঞ্জাবে এর আগেও ক্ষমতায় এসেছিল অ-কালি অল, অ- কংগ্রেস, পঞ্জাব জনতা পার্টি এবং ইউনিয়ন পার্টি থেকেও পরপর মুখ্যমন্ত্রী হওয়ার রেকর্ড রয়েছে।
আরও পড়ুন: ঝাড়ুতে সাফের মুখে কংগ্রেস-বিজেপি, পঞ্জাবে ইতিহাস গড়ার পথে কেজরিওয়াল
এছাড়াও গত কয়েক দশক ধরে পঞ্জাবে শিরোনামি এবং অ-কালি দল ক্ষমতায় আসা যাওয়া করেছিল। তবে এই প্রথমবার বিপুল ভোটে জিতে পঞ্জাবে সরকার গড়ার পথে আপ। তবে পাঁচ রাজ্যেই ভালো ফলাফল করেছে বিজেপি। এদিকে রাঘব চাড্ডা আরও বলেন, ”আম আদমি দল ক্রমশ জাতীয় রাজনীতিতে উত্থানের পথে। তবে এই দল যখন প্রথম আত্মপ্রকাশ করেছিল তখন কেঁপে উঠেছিল বিরোধি দলগুলি।
আরও পড়ুন: মমতার উন্নয়ন যজ্ঞে সামিল হতে চেয়ে পদ্ম ছেঁড়ে ঘাসফুলে নাম লেখালেন ১২ নেতাকর্মী
তিনি জানান, গত ৫০ বছরে এই দলগুলি জনগণের থেকে লুটপাট করেছে। পঞ্জাবকে বিশাল ঋণগ্রস্ত করে তুলেছে এবং যুব সমাজকে মাদকে আসক্ত করেছে। মানুষকে দেশ ছেড়ে বিদেশে যেতে হয়েছে কাজের জন্য। কৃষকরা আত্মহত্যা করেছে। এটা খুবই খারাপ পরিস্থিতি। তাইতো এবার নির্বাচনে সাধারণ মানুষ দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়েছেন। ঝাড়ু দিয়ে সাফ করে দিয়েছেন বিরোধীদের।