বাংলার খবর
হারিয়ে গেলে মিলবে দ্রুত খোঁজ, মালদহে চালু হল গরু-ছাগলের আধার কার্ড

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সাধারণ মানুষের অধিকার হিসেবে স্বীকৃত হয়েছে আধার কার্ড। এবার সরকারী নির্দেশ অনুযায়ী মানুষের আধার কার্ডের পাশাপাশি পশুদেরও আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। এই বিষয়ে মালদা জেলার প্রাণিসম্পদ বিকাশ দফতরের কর্তারা ইতিমধ্যে গরু ও ছাগলের কানে ১২ অক্ষরের সংখ্যা বিশিষ্ট একটি ট্যাগ লাগিয়ে দিচ্ছেন।
১২ অক্ষর বিশিষ্ট এই ট্যাগ নাম্বারটি আবার দফতরের কম্পিউটারে নথিভুক্ত করা হচ্ছে। যে-যে গরু বা ছাগলের কানে এই নাম্বারটি লাগিয়ে দেওয়া হচ্ছে সে সমস্ত গরু-ছাগলের তাদের মালিকের নাম ফোন নম্বর ঠিকানা সব নথিভুক্ত করা হচ্ছে। কোনও গরু চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে তাহলে সেই ট্যাগ নাম্বার দেখে সেই গরুর সচিত্র পরিচয় পত্র পাওয়া যাবে।
পাশাপাশি সেই গরুর প্রকৃত মালিক এর হাতে গরুটিকে তুলে দেওয়া যেতে পারে। মালদা জেলা প্রাণী সম্পদ বিকাশ দফতরের উপ অধিকর্তা উৎপল কুমার কর্মকার জানান, ভারত সরকারের উদ্যোগে মানুষের যেমন আধার কার্ড রয়েছে তেমনি পশুদেরও পশু আধার কাঠ বাধ্যতামূলক করা হচ্ছে। ১২ অক্ষরের সংখ্যা থাকে যেটা গরু, ছাগলের কানে ট্যাগ পরিয়ে দেওয়া হয়। তাদের দফতর থেকে প্রায় ৭০,০০০ বাছুর ও প্রায় দেড় লাখ গরুর কানে ট্যাগ পরানো হয়েছে।
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় আগ্নেয়াস্ত্র নিয়ে পোস্ট, পুলিশের জালে যুবক
অন্যদিকে, সাত সকালে ডুয়ার্সের চা বাগানে বাইসন। বাগানের পাশাপাশি রাস্তার উপর দাপিয়ে বেড়াচ্ছে দুইটি বাইসন। ঘটনায় চাঞ্চল্য ডুয়ার্সের বানারহাট ব্লকের পলাশবাড়ী চা বাগানে। জানা গিয়েছে, এদিন সকালে ডায়না থেকে রেতী জঙ্গলে যাবার সময় ঐ দুটি বাইসন পলাশবাড়ী চা বাগানে দাঁড়িয়ে যায়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড।
আরও পড়ুন: নাগরদোলা সারাই করতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা, চরম পরিণতি ২ শ্রমিকে
তবে সকাল ১০ টা নাগাদ একটি বাইসন বানারহাটের দিকে ঢুকে যায়।বেলা ১২ টা পর্যন্ত খবর বাইসন দুটি বানারহাট এবং পলাশবাড়ী চা বাগান এলাকায় রয়েছে।বনদফতর সুত্রে খবর বাইসন দুটির উপর নজর রাখা হচ্ছে।বাইসন গুলি চা বাগানে দাপিয়ে বেড়ানোর পাশাপাশি বাগানের রাস্তার উপর উঠে পড়ে একাধিকবার।