দেশের খবর
বুস্টার সহ তিন ভ্যাকসিন নিয়েও ওমিক্রনে আক্রান্ত নিউইয়র্ক ফেরত মুম্বইয়ের যুবক!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিশ্বজুড়ে আতঙ্কের নাম ওমিক্রন। আফ্রিকা থেকে শুরু করে এই মুহূর্তে প্রায় ১০০টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার এই নয়া প্রজাতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজই জানিয়েছে ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা করোনার অন্যান্য প্রজাতির থেকে প্রায় ৭০% বেশি।
ফলে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে ওমিক্রন। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই জানিয়াছে করোনার অন্য ভ্যারিয়েন্টের থেকে সংক্রমণ ক্ষমতা ওমিক্রমের বেশি থাকলেও মৃত্যুর ক্ষমতা কম। ভ্যাকসিন নেওয়া থাকলে কিছুটা নিরাপদ! কিন্তু এবার সেটা নিয়ে প্রশ্ন উঠে গেল। গতকাল মুম্বইয়ের এক যুবকের ওমিক্রনে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। বৃহন্মুম্বই পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে ২৯ বছরের ওই যুবক নভেম্বরের গোড়ার দিকে নিউইয়র্ক থেকে মুম্বই ফিরেছিলেন। শরীরে কোনও উপসর্গও ছিল না। বিমানবন্দরে করোনা টেস্ট করা হলে রিপোর্ট পজেটিভ আসে। তাঁকে হাসাপাতালে ভর্তি করানো হয়। এর পরে তাঁর জিন বিন্যাস পরীক্ষা হয়েছিল।
তখনই তাঁর ওমিক্রন ধরা পরে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, ওই যুবকের বুস্টার ডোজ সহ তিনটি ফাইজার ভ্যাকসিন নেওয়া ছিল। সেখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি ভ্যাকসিন নেওয়া থাকলেও নিরাপদ নয়। ওই যুবকের সংস্পর্শে আসা দুই ব্যক্তির আরটিপিসিআর পরীক্ষা করানো হলেও তাঁদের দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েনি বলে জানিয়েছে বৃহন্মুম্বই পুরসভা। শুক্রবার দেশে সেঞ্চুরি পূর্ণ করেছে অমিক্রম আক্রান্তর সংখ্যা। সবচেয়ে বেশি অমিক্রম আক্রান্ত হয়েছে ব্রিটেনে। সেখানে আক্রান্তর সংখ্যা ১৭ হাজার পার করেছে। শুধু তাই নয়, ওমিক্রন আক্রান্তের প্রথম মৃত্যুও হয়েছে ইংল্যান্ডে। সামনেই বড় দিনের উৎসব। ফলে উদ্বেগ বাড়ছে বরিস জনসন সরকারের। বেশ কিছু বিধিনিষেধ জারি করলেও উৎসবের প্রাক্কালে সামাল দেওয়া নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে ব্রিটিশ সরকার।