বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রত্যেক দিন বাড়ির পাশের স্থানীয় আম বাগানেই খেলাধুলা করে ছোট কনক দাস। বয়স দু’বছর। প্রত্যেক দিনের মতো শনিবারও দু’বছরের ছোট্ট ছেলেটি ওই আম বাগানেই খেলছিল। আর সেখানেই হল বিপত্তি। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানা এলাকার কর্ণজোরা ফাঁড়ির কসবা মহেশো গ্রামে।
জানা গিয়েছে, যেখানে ছেলেটি খেলছিল সেখানে আচমকা আম গাছের একটা শুকনো ডাল ভেঙে ওই ছেলেটির মাথার ওপর পড়ে। মাথায় গাছের ডাল ভেঙে পড়ায় বাচ্ছাটি মারাত্বকভাবে জখম হয়। পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে স্থানীয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ