বাংলার খবর
অভিনব সাইকেল বানিয়ে তাক লাগিয়ে দিল বাঁকুড়া আইটিআই-এর ছাত্র

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বাঁকুড়া জেলার আইটিআই পড়ুয়া অভিনব সাইকেল তৈরি করে পথচলতি মানুষদের চমকে দিল। বিনপুর দু’নম্বর গভর্মেন্ট আইটিআই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র চঞ্চল কর্মকার। বাড়ি বাঁকুড়া জেলার পারশোলা গ্রামে। লকডাউনে বাড়িতে থাকাকালিন নানা চিন্তা-ভাবনা করে সাধারণ সাইকেলের থেকে উঁচু এক অন্য ধরণের সাইকেল তৈরি করেছে।
এই খবর বন্ধুরা জানতে পেরে তারাও ওই সাইকেল দেখার আগ্রহ প্রকাশ করে। কলেজ খুলতেই বাড়ি থেকে ওই সাইকেল নিয়েই কলেজের উদ্দেশ্যে পাড়ি দেয় চঞ্চল। বিনপুর ২ নম্বর ব্লকের শিলদা পৌঁছতেই কয়েকশো মানুষ তার সাইকেল দেখে একটু অবাক হয়ে যায়। এটা এবার কী ধরণের সাইকেল! বা এই সাইকেল কোথায় পাওয়া যায়! নানান কৌতূহলে কয়েকজন তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। তারপরে সে জানায় যে সে নিজেই এই সাইকেল বানিয়েছে। কয়েকজন আবার আবদার করে শিলদা কমিউনিটি হলের মাঠে সাইকেল চালিয়ে সকলকে দেখানোর জন্য।
সেই প্রস্তাবে রাজি হয়ে শিলদা কমিউনিটি হলের মাঠে বেশ কিছুক্ষণ তার বানানো সাইকেল চালিয়ে দেখায় চঞ্চল। অনেকে আবার সাইকেলের সঙ্গে সেলফিও তোলেন। মানুষ চঞ্চলের প্রশংসায় পঞ্চমুখ। চঞ্চল বলেছে, ‘লকডাউনে বাড়িতে ছিলাম। কিছু একটা করার ইচ্ছা ছিল। তাই আমি দু’টো সাইকেলকে মিলিয়ে একটা উঁচু সাইকেল বানিয়ে ফেলেছি। কলেজের বন্ধুরা ও জুনিয়ররাও জানতে পেরে সাইকেলটি কলেজে নিয়ে আসার জন্য খুব জোরাজুরি করছিল। তারপরেই আমি বাঁকুড়া থেকে সাইকেলে করে কলেজে আসি।’