বিদেশের খবর
চলন্ত বিমান থেকে ঝাঁপ দিলেন সাউথ করিয়ার এক ব্যক্তি

বেঙ্গল এক্সপ্রেস: কিছুদিন আগেই একটি ঘটনা নেট দুনিয়ায় বেশ ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল যে এক ব্যক্তি বিমান মাটিতে পৌঁছানোর আগেই আপাতকালীন দরজা খুলে দিয়েছিলেন। ঘটনাটি ঘটেছিল দক্ষিণ কোরিয়ায়। আর এই ঘটনার কারণে মাটিতে বিমান পৌঁছতে না পৌঁছতেই সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
কিন্তু আপাতকালীন দরজা কেনই বা খুলে ছিলেন সেই ব্যক্তি? পিছনে কি কোন দেশ বিদ্রোহের কাজ ছিল নাকি অন্য কিছু।আসিয়ানা এয়ারলাইন্সে ৩২১ বিমানে এই বিপত্তিটি ঘটেছিল কয়েকদিন আগেই। দক্ষিণকে কোরিয়ার যেজু থেকে দায়গু আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে আসবার সময় ঘটনাটি ঘটেছিল। ওই যাত্রী দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে খুব তীব্র বাতাস ঢুকে পড়েছিল বিমানের কেবিনে।
আরও পড়ুনঃদ্য কেরালা স্টোরি নিয়ে জল্পনা এবার দেশের বাইরেও
কি কারনে বিমানের ভিতরে থাকা 12 জন যাত্রীর সামান্য চোটও লেগেছিল। আর এই সব কারণের জন্য সেই ব্যক্তির ১০ বছরের জেল হতে পারে। কেন করেছিল সে মনটা? নিজের মুখেই স্বীকার করেছেন সেই ব্যক্তি। তিনি বলেছেন যে, বিমানের মধ্যে তার দম বন্ধ হয়ে আসছিল তাই সে তাড়াতাড়ি বিমান থেকে নামতে চেয়েছিল। এই কারণেই তিনি দরজা খুলে দিয়েছিল ।