বিনোদন
প্রয়াত শর্মিলী আহমেদের মৃত্যুতে শোকের ছায়া

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শুক্রবার সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাটক, চলচ্চিত্র ও মঞ্চের প্রিয়মুখ শর্মিলী আহমেদ। এই ঘটনার পরই নেমে এসেছে শোকের ছায়া।
উল্লেখ্য, চার শতাধিক নাটকে অভিনয় করা গুণী এ শিল্পীর মৃত্যু কিছুতেই মানতে পারছেন না তাঁর সহকর্মী সুবর্ণা মুস্তাফা। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন শুক্রবার তাঁর বোন অভিনয়শিল্পী ওয়াহিদা মল্লিক জলি। বনানীতে স্বামীর কবরে শর্মিলী আহমেদকে সমাহিত করা হয়েছে বলেও জানিয়েছেন ওয়াহিদা মল্লিক।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা লিখেছেন, ‘আমাদের সময়ের অসাধারণ এক অভিনয়শিল্পী, আমার প্রিয় চাচি আজ সকালে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর আত্মার শান্তি কামনা করছি। তাঁর প্রয়াণে গোটা নাট্যজগৎ তাঁদের সবার প্রিয় ‘আম্মা’কে হারালেন।’ জানা গেছে, মৃত্যুর সময় শর্মিলী আহমেদের বয়স হয়েছিল ৭৫ বছর। শর্মিলী আহমেদের প্রকৃত নাম মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ মে তাঁর জন্ম। এই জনপ্রিয় অভিনেত্রী অভিনয় শুরু করেন মাত্র চার বছর বয়স থেকে। রাজশাহী বেতারের শিল্পী ছিলেন তিনি।
চলচ্চিত্রে ‘মা’ ও ‘দাদি’ চরিত্রে বেশি অভিনয় করেছেন শর্মিলী। তাই প্রায় সবাই তাকে ‘শর্মিলী মা’ বলে ডাকত। তার সাবলীল অভিনয়গুণে সবাই মুগ্ধ। পরিবারের মায়ের আমৃত্যু সংগ্রাম, দায়িত্ববোধ, ধৈর্য ও সহিষ্ণুতা ফুটে উঠত তার অভিনয়ে।