বাংলার খবর
জঙ্গিদের নিজের বাড়িতে আশ্রয়, শ্রীঘরে স্কুল শিক্ষক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগে রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্সের হাতে গ্রেফতার এক স্কুল শিক্ষক। পুলিশ জানিয়েছেন, ধৃতের নাম আনিরুউদ্দিন আনসারী (৩৮)। বাড়ি পুরুলিয়ার পাড়া থানা এলাকায়। গত কয়েকবছর ধরে ধৃত বাঁকড়ার মুন্সিডাঙ্গায় একটি বাড়িতে ভাড়া থাকত।
জানা গিয়েছে, স্থানীয় একটি মসজিদের শিক্ষকতা সঙ্গে যুক্ত ছিল অভিযুক্ত ওই ব্যক্তি। গত ১৪ মার্চ রাতে তাকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেফতার করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত দু’জন জেএমবি জঙ্গিকে তার বাড়িতে আশ্রয় দিয়েছিল। এছাড়াও সে আর অন্য কোনও বড় ধরনের জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
অন্যদিকে ফের পুলিশের জালে রোহিঙ্গা। বুধবার সকালে ৭ রোহিঙ্গাকে গেফতার করল রেল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের পরিকল্পনা ছিল বাংলাদেশ সীমান্ত পার করে অসম হয়ে রেলপথে দিল্লি যাওয়ার। তবে গোপন সূত্রে খবর পেয়ে মাঝ পথেই গ্রেফতার করা হয় ওই ৭ রোহিঙ্গাকে। এদিকে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে জি আর পি ও আর পি এফ। শুধু তাই নয়, আর পি এফ সহ উচ্চপদস্থ আধিকারিকরা এই ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, গত মঙ্গলবার অসমের কুমারঘাট থেকে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসে চাপেন ওই ৭ জন রোহিঙ্গা। ধৃতদের উদ্যেশ্য ছিল, এন জে পি স্টেশনে নেমে সেখান থেকে সম্পর্ক কান্তি এক্সপ্রেসে চেপে দিল্লি যাওয়ার। অভিযোগ বুধবার সকালে নির্দিষ্ট সময়ে এন জে পি পৌছায় তারা।সেখানেই সম্পর্ককান্তি এক্সপ্রেসে দিল্লি যাওয়ার অপেক্ষায় ছিল তারা।
আরও পড়ুন: https://bengalxpress.in/if-you-are-lucky-you-can-get-a-pair-of-khasi-biliti-wine-chicken-hilsa-for-10-rupees/
এদিকে সন্দেহজনক অবস্থায় এন জে পি স্টেশনে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় রেল পুলিশের।তখনই স্বেচ্ছাসেবী সংস্থা এবং চাইল্ডলাইন এর সহযোগিতায় তাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। জিজ্ঞাসায় ধৃত মহিলারা জানায়, বাংলাদেশ থেকে তারা দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। শুধু তাই নয়, ধৃতরা আরও জানিয়েছে তাদের এই কাজে এজেন্ট হয়ে কাজ করছে ধৃত মহম্মদ জুবেইর নামের ওই ব্যাক্তি।